ঢাকা,২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

এডভোকেট মোঃ সফিকুল  ইসলাম ফুলেল শুভেচ্ছায় সিক্ত

received_2220632941403422.jpeg

এপেক্স ক্লাব অব গ্রীন হিলস -এর অতীত সভাপতি  সিলেট জেলা আইনজীবী সমিতির সম্মানিত বিজ্ঞ সদস্য এডভোকেট মোঃ সফিকুল  ইসলাম সিলেট জেলা কর বার -এর যুগ্ম সম্পাদক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান এপেক্স ক্লাব অব বাংলাদেশ জেলা – ৪ । অদ‍্য ২৮ ডিসেম্বর সোমবার সিলেট জেলা আইনজীবী সমিতির ৫নং বার হলে অনুষ্ঠিত  হয়।

উক্ত সময় উপস্থিত ছিলেন  অতীত  সভাপতি  জেলা- ৪ এডভোকেট মিসবাহ উর আলম, এডভোকেট জালাল উদ্দিন,  এডভোকেট বদরুল আহমদ, এডভোকেট গিয়াস উদ্দিন চৌধুরী, অতীত সভাপতি জেলা- ৪ ইফতেকার মনি, বর্তমান  সভাপতি-জেলা- ৪ সাহেদ আহমদ, এডভোকেট মাসুক আহমদ, এপেক্স ক্লাব অব গ্রীনহিলস এল সভাপতি এডভোকেট মানিক উদ্দিন, সিনিয়র সহ সভাপতি লোকমান আহমদ, সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top