সুনামগঞ্জের দিরাই উপজেলার ২নং ভাটিপাড়া ইউপির ৫নং ওয়ার্ড গণকা ও উর্দ্ধনপুর গ্রামে ঘটিত সংগঠন, চলন্ত সিড়ি সমাজ কল্যাণ যুব সংঘে আগামী পহেলা জানুয়ারী ২০২১ খ্রীস্টাব্দে ১২ বছর পেরিয়ে ১৩ তে পদার্পণ করবে।, উক্ত সংগঠনটির পক্ষ থেকে আগামী পহেলা জানুয়ারী ২০২১ খ্রীস্টাব্দ শুক্রবার বিকেল ৩ ঘটিকায় ১ যোগ পূর্তি উৎসব আয়োজন করা হবে।
উক্ত ১ যোগ পূর্তি উৎসব আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন – মঞ্জুর আলম চৌধুরী – চেয়ারম্যান, উপজেলা পরিষদ দিরাই,। বিশেষ অতিথি উপস্থিত থাকবেন- মোহন চৌধুরী – ভাইস চেয়ারম্যান, উপজেলা পরিষদ দিরাই, এবং শাজাহান কাজী চেয়ারম্যান, ভাটিপাড়া ইউনিয়ন পরিষদ,
উক্ত আয়োজনে সভাপতিত্ব করবেন – তৌফিক নূর চৌধুরী ( দখল মিয়া) উর্দ্ধনপুর, ও মোঃ গিয়াস উদ্দিন তালুকদার, উর্দ্ধনপুর,
উক্ত আয়োজনে সংগঠনে সম্পৃক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সংগঠনের পক্ষ থেকে সভাপতি মোঃ রিফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ ফয়জুন নুর সংঘটনের পক্ষে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সেই সাথে উক্ত আয়োজনে সকলের উপস্থিতি থাকার অনুরোধ করেন।