মানবিক হিরো পুলিশ অফিসার,সংগঠক,অভিনেতা এনামুল ইসলাম তালুকদার এর শুভ জন্মদিন নানা কর্মসূচি মাধ্যমে দিনটি উদযাপিত হয়েছে। গতকাল ২৮ ডিসেম্বরে সোমবার ব্লুওয়াটার,লিফট ৮ম তলা সিলেট সান অফিস জিন্দাবাজার এ জন্মদিন উৎযাপন করা হয়।
সন্ধ্যা ০৭ ঘটিকার সময় কেক কাটার মাধ্যমে শুরু হয়ে আলোচনা সভার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়। মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি সিলেট বিভাগের সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল এর পরিচালনায় ও ফয়সল আহমদ বাবলুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরমহল্লা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আব্দুর রশিদ । আরোও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং পুলিশ অফিসার্স, মিডিয়া ব্যক্তিত্ব,সাংবাদিক, সুশীল ও বন্ধু মহল।
অনুষ্টানটি সফল ও সার্বিকভাবে আয়োজন করেন ১.মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটি সিলেট বিভাগীয় কমিটি। ২. ডি এ তায়েব ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটি। ৩. সম্মিলিত সামাজিক জোট, সিলেট বিভাগীয় কমিটি। ৪ .Channel one BD পরিবার। ৫. সিলেট টুরিস্ট ক্লাব। ৬. সাথী ইয়ুথ ক্লাব ফাউন্ডেশন। ৭. সেতুবন্ধন সামাজিক সাংস্কৃতিক সংগঠন। ৮. পরিবর্তন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।