এম সারওয়ার হোসেন সৌরভ:: দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নে ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ্ তৈয়ব ছয়লানী (রহঃ) এর ইসালে সওয়াব উপলক্ষ্যে কোরআন খতম ও ওয়াজ মাহফিল ২৮ ডিসেম্বর সোমবার সিলাম চকেরবাজার শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়।
হযরত শাহ্ তৈয়ব ছয়লানী (রহঃ) প্রাঃ ওয়াক্ফ স্টেট এর মোতাওয়াল্লী (অবঃ) সুবেদার খাদেম শাহ আব্দুল মান্নান এর সভাপতিত্বে মাহফিলে প্রধান অতিথি’র বয়ান পেশ করেন দারুল ইফতা কামিল মাদরাসার প্রধান মহাদ্দিস মুফতিয়ে আযম মাওলানা নেছার উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদরাসার মুহাদ্দিস মাওলানা বদরুজ্জামান রিয়াদ। প্রধান আকর্ষন ছিলেন হাফিজ মাওলানা জুনাইদ হোসেন ফারুকী। বিশেষ অতিথি’র বয়ান পেশ করেন সিলাম চকেরবাজার দরগাহ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জহিরুল ইসলাম। শাহ টিপু সুলতান এর পরিচালনায় মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, শাহ আব্দুল মান্নান, শাহ মুহিবুর রহমান, শাহ নূর উদ্দিন, শাহ লুৎফুর রহমান, শাহ ষ্টেইট এর সেক্রেটারি শাহ আতিকির রহমান, শাহ মানিক, শাহ সফিক, শাহ কামাল, চুনু শাহ, পংকি শাহ, শাহবুদ্দিন শাহ, শাহ খলিলুর রহমান, শাহ আবুল, শাহ সিরাজ, শাহ রফিক, শাহ সদাগর, শাহ আলমগীর, শাহ আহমদ হুমায়ূন, শাহ জয়নাল, শাহ সুজন, শাহ লালু, শাহ নজরুল ইসলাম, শাহ বাদল, শাহ রিপন, শাহ আজমল, শাহ আব্দুর রহিম, শাহ ওলিদুর রহমান, শাহ কবির, শাহ বদরুল, শাহ শিপলু, শাহ খালেদ, শাহ সুমন, ওলিদ শাহ, শাহ আব্দুল গাফ্ফার, শাহ সাদিক, শাহ মুন্না, শাহ কামরুল, শাহ সুলেমান, শাহ ফাহাদ, শাহ জালাল উদ্দীন, শাহ আহাদ, শাহ রুবেল, শাহ ইউনুস, শাহ তুহিন, শাহ সানি, শাহ মাহি, শাহ মাজিদ, শাহ সাকিব, শাহ হাসান, শাহ তাহের, শাহ নয়ন, শাহ ফাহাদ প্রমুখ
সিলামে শাহ্ তৈয়ব ছয়লানী (রহঃ) এর ওয়াজ মাহফিল
