ঢাকা,৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

উৎস নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে সভাপতি পদে উত্তম কুমার পাল, সম্পাদক সেলিম তালুকদার

GFDSXJoGjXZecjHljapoHSIOfAX.jpg
 আবুল খায়ের :  উৎসবমূখব পরিবেশে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) নবীগঞ্জ প্রেসক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদ ২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রতিনিধি উত্তম কুমার পাল হিমেল, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দৈনিক মানবজমিনের প্রতিনিধি এম এ বাছিত পেয়েছেন ১৩ ভোট, দৈনিক আলোকিত সকালের প্রতিনিধি আশাহীদ আলী আশা পেয়েছেন ৭ ভোট, দৈনিক বিবিয়ানার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী পেয়েছেন ১ ভোট।সহ-সভাপতি পদে দৈনিক প্রতিদিনের সংবাদের প্রতিনিধি শাহ সুলতান আহমেদ ২৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুরাদ আহমেদ পেয়েছেন ১৭ ভোট।সাধারণ সম্পাদক পদে ২৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সেলিম তালুকদার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী এনটিভির প্রতিনিধি মহিবুর রহমান চৌধুরী তছনু পেয়েছেন ১১ ভোট, দৈনিক নয়া দিগন্তের প্রতিনিধি কিবরিয়া চৌধুরী পেয়েছেন ৩ ভোট ও দৈনিক আজকালের খবরের প্রতিনিধি এটিএম জাকিরুল ইসলাম পেয়েছেন ২ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দৈনিক খবর বাংলাদেশের প্রতিনিধি হাবিবুর রহমান চৌধুরী শামীম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী লোকালয় বার্তার প্রতিনিধি তৌহিদ চৌধুরী পেয়েছেন ১৩ ভোট, দৈনিক আজকের হবিগঞ্জের প্রতিনিধি নাবেদ মিয়া পেয়েছেন ৮ ভোট, দৈনিক বাংলাদেশ সময়ের প্রতিনিধি জাকির হোসেন চৌধুরী পেয়েছেন ৫ ভোট। অর্থ সম্পাদক পদে ৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন দৈনিক সংগ্রামের প্রতিনিধি মোহাম্মদ শওকত আলী। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দৈনিক স্বদেশবার্তার প্রতিনিধি আলী হাছান লিটন পেয়েছেন ৭ ভোট।অপর দিকে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন, ফখরুল আহসান চৌধুরী, তোফাজ্জল হোসেন, আকিকুর রহমান সেলিম, এম মুজিবুর রহমান, এম এ মুহিত।মঙ্গলবার (২৯ ডিসেম্বর) নবীগঞ্জস্থ জেলা পরিষদ ডাকবাংলো কার্যালয়ে সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সদস্য ৪৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব পালন করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফজলুর রহমান, যুগ্ম নির্বাচন কমিশনার সুবিনয় রায় বাপ্পি ও যুগ্ম নির্বাচন কমিশনার এম এ আহমদ আজাদ।অতিথি হিসেবে উপস্থিত হয়ে নির্বাচন পরিচালনায় সহযোগীতা করেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মদ নাহিজ, সাবেক সাধারণ সম্পাদক নির্মল ভট্টাচার্য্য রিংকু, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন।নির্বাচন চলাকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, নারী ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, নবীগঞ্জ পৌরসভার মেয়র ছাবির আহমেদ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী আব্দুল হান্নান, হবিগঞ্জ জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট সুলতান মাহমুদ, নবীগঞ্জ পৌরসভার আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী গোলাম রসূল রাহেল চৌধুরী, নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. সরওয়ার শিকদার, সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, প্রজীপ কর্মকর্তা শাকিল আহমেদ, থানা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু, যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী

Leave a Reply

Your email address will not be published.

scroll to top