এম.এ.সামাদঃ আজ বুধবার ভোর সাড়ে ৫টার সিলেট টু জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার মোল্লাগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংলগ্ন স্হানে মালবাহী ট্রাকের পিছনে যাএীবাহী নোহার ধাক্কার পর সিলিন্ডার বিস্ফোরিত হয়ে উভয় গাড়িতে আগুন লেগে যায়। এতে যাত্রী সহ নোহাটি সম্পূর্ণ ভস্মীভূত হয়।
এতে নোহার তিন যাএী নিহত হন। আর তিনজন গুরুত্ব আহত হন।