জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে সাবেক মেয়র পুত্র ও আওয়ামীলীগের ৩৫ বছরের সভাপতি মরহুম আনোয়ার হোসেন সুনা উল্লার ছেলে মোঃ আব্দুল আহাদপৌর নাগরিক ঐক্য পরিষদের ব্যনারে মেয়র প্রার্থী হচ্ছেন।
তিনি জকিগঞ্জ পৌর নির্বাচনে মেয়র পদে সবাইকে ভোট দিয়ে জয়যুক্ত করারও আহবান জানান। জয়যুক্ত হলে জকিগঞ্জ পৌরসভাকে তিনি আধুনিক পৌরসভা হিসেবে গড়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
ইংরেজি নববর্ষ উপলক্ষে তিনি পৌরসভাবাসীকে জানিয়েছেন সালাম, আদাব ও শুভেচ্ছা। তিনি বলেন রাতটি পার হলে কাল উঠবে নতুন ইংরেজি বছরের নতুন সূর্য। নববর্ষের এই দিনে বাঙালিরা মেতে উঠবেন বর্ণিল আনন্দে। দেশবাসীর এই খুশিতে সামিল হতে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আসন্ন জকিগঞ্জ নির্বাচনে মেয়র প্রার্থী মোঃ আব্দুল আহাদ। বৃহস্পতিবার এক বার্তায় আব্দুল আহাদ দেশবাসীকে এ শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় মোঃ আব্দুল আহাদ বলেন নতুন বছরে নতুন উদ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর লক্ষ্যে, দুর্নীতি, মাদক,ও সন্ত্রাস মুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানে মুক্তি সংগ্রামের ধারায় জাতীয় ঐক্যের মাধ্যমে কার্যকরী পদক্ষেপের বাস্তবায়ন ও সুশাসন প্রতিষ্ঠাই হোক আমাদের অঙ্গীকার।