ঢাকা,৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সমাজসেবার ৬৭ লক্ষ টাকার চেক বিতরণী অনুষ্ঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

Polish_20201231_182230386.jpg

সমাজসেবার ৬৭ লক্ষ টাকার চেক বিতরণী অনুষ্ঠান
প্রধানমন্ত্রী শেখ হাসি

এম সাওয়াব হোসেন সৌরভ :: পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষকে নিয়ে ভাবেন, দেশের মানুষ যাতে সুখে শান্তিতে জীবন যাপন করতে পারেন সে জন্য বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সহযোগিতা করছেন। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গৃহহীনদের জন্য ঘর নির্মাণ,ভূমিহীনদের জন্য আশ্রয়ন প্রকল্প,দূরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের চিকিৎসার জন্য সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের বরাদ্দ বাড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, কোভিড-১৯ মহামারিতে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী পরিকল্পনা ও যোগ্য নেতৃত্বের কারণে আমরা বিভিন্ন ক্ষেত্রে সফল হয়েছি। বাংলাদেশে বিশ্বের তুলনায় রোগী ও মৃতের সংখ্যা কম। কোভিট-১৯ এর কারণে বিশ্বব্যাপী যে সংকট সৃষ্টি হয়েছে এর নিরসনে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এটা একা কারো পক্ষে কাটিয়ে উঠা সম্ভব নয়। সরকার এবং জনগণের সম্মিলিত সহযোগিতায় সচেতনা বৃদ্ধির মাধ্যমে এর মোকাবেলা করতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমে নিজে সুস্থ থাকতে হবে এবং অন্যান্যদেরকেও সুস্থ রাখতে হবে।
তিনি আরো বলেন সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা রোগীদের জন্য বিভিন্ন সেবার ব্যবস্থা করা হয়েছে। সেবার মান বাড়ানোসহ বিভিন্ন সুযোগ সুবিধা বাড়ানো হয়েছে। তিনি বলেন, ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থেলাসেমিয়ায় আক্রান্ত রোগীদের জন্য প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় আর্থিক সহায়তা কর্মসূচি একটি যুগান্তকারী পদক্ষেপ। এই টাকার সদ্ব্যবহারের মাধ্যমে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত রোগীরা চিকিৎসা গ্রহণ করবেন এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবেন। তিনি প্রসঙ্গ ক্রমে বলেন, আগামী ১ জানুয়ারি হতে লন্ডন থেকে যারা সিলেটে আসবেন-তাদেরকে অবশ্যই সরকারের সিদ্ধান্ত মানতে হবে। আগত প্রবাসীদের অবশ্যই নিজ খরচে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। তিনি আরো বলেন,সরকার মানুষের অন্ন,বস্ত্র,শিক্ষা,চিকিৎসা, বাসস্থানসহ মৌলিক চাহিদা পূরণে বদ্ধ পরিকর। এ জন্যে নিরলসভাবে কাজ করছে। দেশে আর কেউ গৃহহীন থাকবে না। সবাইকে আশ্রয়ন এবং ঘর নির্মাণ করে আবাসনের ব্যবস্থা করা হবে। তিনি গতকাল বুধবার বিকেলে সিলেটের জেলা প্রশাকের হল রুমে- জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত ২০২০ অর্থ বছরের ১ম কিস্তিতে প্রতি জনকে ৫০ হাজার টাকা করে সিলেটের ১৩৪জন রোগীর মধ্যে ৬৭ লক্ষ টাকার চেক বিতরণী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলামের সভাপতিত্বে ও জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপ¯ি’ত ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মোঃ রবিউল ইসলাম, সহকারী পরিচালক মোঃ নাজিম উদ্দিন, সহকারী পরিচালক মোঃ রফিকুল হক,সিলেট প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক এম আহমদ আলী, সমাজসেবা কর্মচারী কল্যাণ সমিতির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আফিল উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ পররাষ্ট্র মন্ত্রীকে ২০০৯ থেকে ২০২০ সালের (প্রথম কিস্তি)সহ আর্থিক অনুদানের তথ্য অবহিত করে বলেন, ২০১০ থেকে ২০২০ সালের (প্রথম কিস্তি) পর্যন্ত সিলেট মহানগর ও সিলেট সদর উপজেলাসহ ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড,জন্মগত হৃদরোগ ও থেলাসেমিয়ায় আক্রান্ত রোগীদের জন্য প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় ১হাজার ৮শ ৮৫জন রোগীকে ৯ কোটি ৪২ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এর মধ্যে সিলেট-১ নির্বাচনী এলাকায় ২০২০-২১ অর্থ বছরে (১ম কিস্তিতে) সিলেট মহানগরীর ১৫জন এবং সিলেট সদর উপজেলার ৯জনসহ মোট ২৪ জনের মধ্যে ৫০ হাজার টাকা করে ১২ লক্ষ টাকা বিতরণ করা হয়েছে। সিলেট মহানগরীসহ সিলেটের ১৩টি উপজেলায় সর্বমোট ১৩৪ জনকে ৬৭ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
প্রসঙ্গ ক্রমে জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম পররাষ্ট্রমন্ত্রীকে বলেন,মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে ভূমিহীনদের জন্য খাসজমি বরাদ্দ, আশ্রয়ন প্রকল্প,গৃহ নির্মাণসহ বিভিন্ন প্রশংসনীয় উদ্যোগ বাস্তবায়ন করছেন। কিš‘ সিলেট সদর ও দক্ষিণ সুরমা উপজেলায় ভূমিহীনদের জন্য এসব সুবিধা ¯’গিত রাখা হয়েছে। এসব ভূমি বিভিন্ন ব্যক্তি দখল করে ব্যবহার করছেন। বিষয়টি নিয়ে ভূমি সচিব মহোদয়ের সাথে আলাপ হয়েছে।এ ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রীর সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসক। পররাষ্ট্রমন্ত্রী সহযোগিতার আশ্বাস দেন।
পররাষ্ট্রমন্ত্রী ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্টোকে প্যারালাইজড,জন্মগত হৃদরোগ ও থেলাসেমিয়ায় আক্রান্ত রোগীদের জন্য প্রধানমন্ত্রীর প্রচেষ্টায় আর্থিক সহায়তা কর্মসূচির বাস্তবায়নের জন্য জেলা প্রশাসক কাজী এম এমদাদুল ইসলাম,সমাজসেবা বিভাগের কর্মকর্তাসহ অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান এবং সকলের সুস্বাস্থ্য কামনা করেন।
এর আগে পররাষ্ট্র মন্ত্রীর ভগ্নিপতি ও জালালাবাদ এসোসিয়েশনের আজীবন সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রোভিসি ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সদস্য, সিলেটের নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাগ গ্রামের কৃতী সন্তান ড. অধ্যাপক আতফুল হাই শিবলীর রুহের মাগফেরাত কামনা ও দূরারোগ্যদের আরোগ্য কামনা এবং দেশবাসীর জন্য কল্যাণ কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন সিলেট কালেক্টরেট জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা শাহ আলম।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top