ঢাকা,১লা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৬ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমা প্রেসক্লাবে প্রবাসী কমিউনিটি নেতা আবুল কাশেম মুর্শেদের উপহার সামগ্রী প্রদান

received_145715643808967.jpeg

এম এ সামাদ:: মহান বিজয়ের মাস উপলক্ষে যুক্তরাষ্ট্রের মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মুর্শেদ এর পক্ষ থেকে দক্ষিণ সুরমা প্রেসক্লাবে উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেলে প্রেসক্লাব কার্যালয়ে উপহার প্রদান উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ইমরান এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নিজাম উদ্দিন জায়গীরদার। বক্তব্য রাখেন সিলেট জেলা বারের সাবেক সহ সাধারণ সম্পাদক এডভোকেট ইকবাল আহমদ, জেলা যুবদল নেতা শাহেদ আহমদ, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জহুরুল ইসলাম রাসেল।


প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সাংবাদিকরা হচ্ছেন জাতির দর্পণ। করোনাকালীন সময়ে সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। তাদের পাশে দাড়ানো সকলের দায়িত্ব। বিজয়ের মাস উপলক্ষে আবুল কাশেম মুর্শেদ প্রেসক্লাব নেতৃবৃন্দের মধ্যে যে উপহার সামগ্রী প্রদান করেছেন এটা প্রশংসার দাবিদার।

আলোচনা সভায় বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ সভাপতি চঞ্চল মাহমুদ ফুলর, সাবেক সহ সভাপতি শাহ ইমাদ উদ্দিন নাসিরী, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিক আহমদ শফি, সাবেক কোষাধ্যক্ষ আব্দুল কাইয়ুম উল্লাস, কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ আব্দুল খালিক, কার্যকরী সদস্য খায়রুল আমিন রাফসান, সদস্য শাহেদ আহমদ শান্ত, আজমল আহমদ রোমন, আবদুল করিম, সারওয়ার হোসেন সৌরভ, দক্ষিণ সুরমা ছাত্রদলের আহবায়ক মিজানুর রহমান মিজান।

আলোচনা সভা শেষে যুক্তরাষ্ট্রের মিশিগান স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল কাশেম মুর্শেদ এর পক্ষ থেকে দেওয়া উপহার সামগ্রী প্রেসক্লাব নেতৃবৃন্দের হাতে তুলে দেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top