নতুন বছরে সিলেট ফ্রিডম ক্লাবের পক্ষ থেকে মানবতার দেয়াল উদ্বোধন ও অসহায় দরিদ্র শীতার্তদের মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ।
০১ জানুয়ারী রোজ শুক্রবার রাত ১২.০৫ মিনিটে সিলেট আম্বরখানা গ্রামীণ ফোন সেন্টার এর পাশে সিলেট ফ্রিডম ক্লাবের পক্ষ থেকে মানবতার দেয়াল নির্মান করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সিলেট ফ্রিডম ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান পৃষ্ঠপোষক,নাট্যকার ও অভিনেতা মোঃ ইমতিয়াজ কামরান তালুকদার।অনুষ্ঠানে অতিথিরা বলেন সিলেট ফ্রিডম ক্লাবের শীত বস্ত্র বিতরণ করে প্রতি বছর তা এবার এর ব্যতিক্তম হয় নি।সমাজের গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করে। হাড় কাঁপানো শীত আর এই শীতে শীতার্তদের জন্য উষ্ণতা দিতে আমার ক্ষুদ্র প্রয়াস।মানবতার জয় হোক, হাত রেখে হাতে, শীতার্তরা উষ্ণ থাকুক শীতের প্রতিটা রাত।২০০৮ সাল থেকে গরীব অসহায় মানুষের মাঝে বিভিন্ন ভাবে সেবা মূলক কার্যকম চালিয়ে যাচ্ছে সিলেট ফ্রিডম ক্লাব।একটি সামাজিক স্বেচ্ছাসেবী ও সাংস্কৃতিক সংগঠন।অর্থায়নে তালুকদার ফাউন্ডেশন।সমাজের শীতার্ত হতদরিদ্র মানুষের কল্যাণে পাশে দাঁড়ানো সামর্থ্যবানদের এগিয়ে আশা নৈতিক দায়িত্ব।বিশেষ করে লন্ডন প্রবাসীদের প্রতি আহবান জানাই এগিয়ে আশার হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো।এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হুমায়ূন আহমেদ মাসুক, শাহ পরান প্রি ক্যাডেট একাডেমী স্কুলের প্রিন্সিপাল আশুতোষ দাস,শাহ পরান প্রি ক্যাডেট একাডেমী স্কুলের ভাইস প্রিন্সিপাল শৈলেন চন্দ্র রায়,সিলেট ফ্রিডম ক্লাবের সাধারণ সম্পাদক মো কামাল আহমেদ দূর্জয়,সিলেট ফ্রিডম ক্লাবের সাংগঠনিক সম্পাদক মো.আরিফুর রহমান,সিলেট উন্নয়ন সংস্থা সাধারণ সম্পাদক কবির খাঁন প্রমুখ।