কবিতা ঃ-আবিস্কার
রচনায় ঃ অপু দাস
**********************
বিচিত্রময় আবিষ্কার সব
সারা দুনিয়া জুরে
আসে তাহা নক্ষত্র ধরে
প্রতি বছর ফিরে।।
ইংরেজি বছরের প্রথম মাস
জানুয়ারি মাসে শুরু
তিন সংখ্যায় বছর নির্মাণ
করেছেন জ্ঞানী গুরু।।
বাংলা বছর শুরু হয়
বৈশাখ মাস দিয়ে
আরবি বছর হয় শুরু
মহরম মাস নিয়ে।।
ইংরেজির পর আরবি এলো
বাংলা এলো পরে
বছরে তিন নতুন বছর
ইংরেজি সবার ঘরে।।
হাজার ভাষায় বছর যদি
হতো দুনিয়া পরে
বর্ষ পুঞ্জি ভর্তি হতো
সবার নিজ ঘরে।।
সূর্য যেমন যায়না ডুবে
চলে কক্ষ পথে
পৃথিবীর আড়ালে সূর্য হারায়
পরি আঁধার রথে।।
ঘুর্ণ্যয় চাকা ঘুরে আবার
দেখায় সূর্যের মুখ
আঁধার পেড়িয়ে আলোক ফোটে
আনন্দে ভরে বুক।।
গণনা মাফিক বছর নির্ণয়
বছরে তিন বার
তিনটির মধ্যে কোনটি বড়
খুব আজব আবিষ্কার।।
বছর পাল্টিলে মন পাল্টেনা
সংকীর্ণ মনে চলি
মুখে সবাই নতুন বছর
বৃথা শুধু বলি।।
দিন সপ্তাহ মাসের পরে
বছর আসে ফিরে
বছর পালিয়ে যায় কখন
পাইনা কেহ টের।।
ইংরেজি আরবি বাংলা বছর
প্রতি বছর ঘিরে
আসে নতুন প্রতি বছর
ঘোরে ফিরে ফিরে।।
বছর পাল্টালে মন পাল্টাবো
করবো ভালো কাজ
স্বাগত জানাই আগত বছর
শুভেচ্ছা জানাই তোমায়।।