ঢাকা,৩রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শীতার্ত মানুষের পাশে দাড়ালেন যুক্তরাজ্য বিএনপি নেতা সেলিম হোসনে

received_133396131836900.jpeg

সাহেদ আহমদ :: প্রচন্ড শীতে করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশের অসহায়, সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষদের পড়তে হচ্ছে মহাবিপাকে। কারণ গোটা দেশ স্থবির হয়ে পড়ায় তাদের উপার্জনের পথ বলা চলে পুরোপুরি বন্ধ হয়ে গেছে। তাদের দুরবস্থার বিষয়টি উপলব্ধি করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক নেতা, বর্তমান যুক্তরাজ্য বিএনপি নেতা সেলিম হোসেন। তিনি নিজে সুদূর লন্ডন থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন, পাশপাশি সামর্থ্য অনুসারে সবাইকে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

একদিকে মহামারি করোনা, অন্যদিকে তীব্র শীতে কষ্ট পাচ্ছে সুবিধা বঞ্চিত শিশু ও ছিন্নমূল মানুষেরা। এবার তাদের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছেন সিলেট জেলা যুবদলের সাবেক নেতা, বর্তমান যুক্তরাজ্য বিএনপি নেতা সেলিম হোসেন।

২০২১ সালের প্রথম দিনে সেলিম হোসেনের অর্থায়নে ও রাজারগলি সমাজকল্যাণ সংঘের আয়োজনে হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন প্রধান অতিথি সিলেট সিটি করপোরেশনের ১নং ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ তৌফিকুল হাদী।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top