সাহেদ আহমদ :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের ৩নং ওয়ার্ড (বানেশ্বপুর-দক্ষিণ বলদী-সুড়িগাও) ক্রিকেট এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট গতকাল ১লা জানুয়ারি শুক্রবার বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয়।
উক্ত টুর্নামেন্টের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট টুরিষ্ট ক্লাবের সাংগঠনিক সম্পাদক ও তেতলী ইউনিয়ন ক্রিকেট এসোসিয়েশনের অন্যতম সদস্য মোঃ নুরুল ইসলাম রূপন ও সুরমা যুব ব্যবসায়ী সমিতির সভাপতি আংগুর আলী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্রিড়া অনুরাগী নুর হোসেন খান, আতা খান,তেতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসাদুল ইসলাম লাভলু,যুবনেতা খোকন আহমদ,আম্পায়ার আশফাক আলী সাদ্দাম, খেলা পরিচালনার সদস্য সালমান আহমদ, তানভীর মুরশেদ ফাহিম প্রমুখ।