শাহজালাল আইসিটি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলের উদ্যোগে সহকারী শিক্ষিকা সুনন্দা চক্রবর্তীর বিদায় উপলক্ষ্যে এক বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়। আজ ২রা জানুয়ারি শনিবার সিলেট নগরীর তালতলাস্থ শাহজালাল আইসিটি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে এই বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হাজী মোঃ জামাল আহমদ এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সহ সভাপতি ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সহ সম্পাদক এডভোকেট মোঃ আব্দুল্লাহ আল-হেলাল, কোষাধ্যক্ষ ডাঃ এম.এস.আর জাহিদ, শিক্ষা সম্পাদক ওয়াহিদুর রব, প্রচার সম্পাদক বকুল হোসেন, কার্যকরি কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম ও সম্মানিত অতিথি অর্পিতা নাথ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষিকা আকলিমা আক্তার, মাওলানা আহমদ হোসাইন, অঞ্জন রায় নিলয়, রোকসানা বেগম, ফারহানা রহমান, জাকারিয়া আহমদ, মোঃ বিলাল মিয়া, রাসেল আহমদ, আরিফা খানম প্রমুখ।