হাফিজ সালেহ আহমদ : হযরত শাহপরান (রঃ) লতিফিয়া পঞ্চগ্রাম লক্ষিভাউর বাজার দাখিল মাদ্রাসায় শীতবস্ত্র বিতরণ অনুষ্টানে সুপার সৈয়দ মাওঃ জুয়েল আহমদ জামিল সাহেবের সন্চালনে সভাপতিত্ব করেন হযরত মাওলানা আব্দুল আহাদ সাহেব প্রিন্সিপাল ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসা, উদ্ভোধন করেন আলহাজ্ব শাহ্ ফারুক আহমেদ ছাহেব।
প্রধান অতিথি হিসাবে ছিলেন মাওলানা মাহবুবুর রহমান তাজুল সাহেব, সাধারন সম্পাদক, আল ইসলাহ্ সুনামগঞ্জ জেলা শাখা,
প্রধান বক্তা হিসাবে ছিলেন মাওলানা কে এম নজমুল হক নসিব সাহেব, সহ সভাপতি আল ইসলাহ্ ছাতক উত্তর উপজেলার শাখা ও সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী চরমহল্লা,
বিশেষ অতিথি হিসাবে ছিলেন মাওলানা আব্দুল মুমিন সাহেব, মাওলানা নাসির উদ্দীন নাজিমী সাহেব, মাওলানা শিহাব উদ্দিন সাহেব, মাওলানা রেদ্বওয়ান হোসেন শাহনুর সাহেব, মাওলানা কবির আহমেদ লতিফি সাহেব।
বিশেষ মেহমান হিসাবে ছিলেন জনাব ছমরু মিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান নোয়ারাই ইউনিয়ন, মোঃ লিয়াকত আলী সাহেব, প্যানেল চেয়ারম্যান নোয়ারাই ইউনিয়ন, মোঃ নাসির উদ্দীন সাহেব, সম্ভাব্য চেয়ারম্যান নোয়ারাই ইউনিয়ন। পরিশেষে আলহাজ্ব শাহ্ ফারুক আহমদ বাগরখলা সাহেব নতুন ভবনের ভিত্তি স্থাপন অনুষ্টান।