এম.এ.সামাদঃ দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী প্রতিষ্টান আল্লামা আব্দুল মুকিত মনজলালী একাডেমির ২০২১ সনের বই উৎসব অনুষ্টান ০১ জানুয়ারী’২১ ইং একাডেমির কনফারেন্স হলে একাডেমির সুপার মাওলানা আদনান আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও সহক্বারী শিক্ষক মাওলানা মুহাম্মদ নিজাম উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অত্র একাডেমির সম্মানিত চেয়ারম্যান ও জালালপুর জালালিয়া সিনিয়র ফাজিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ আল্লামা জ.উ.ম.আব্দুল মুনঈম মনজলালী ছাহেব।প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জননেতা মোহাম্মদ মাহবুবুর রহমান সাহেব।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আলোনিকেতন ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্টাতা জনাব রেজাউল করিম,মনজলাল দারুল হিফজ ও দারুল ক্বেরাত হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক জনাব হাফিজুল ইসলাম, আল্লামা আব্দুল মুকিত মনজলালী একাডেমির সহ-সুপার মাওলানা আলা উদ্দিন,সহক্বারী শিক্ষক মাওলানা আল আমিন আহমদ, জনাব শামিম আহমদ,জাহিদুল হাসান, সাইদুল ইসলাম, মাওলানা আরিফুল হক জুম্মান, মাওলানা ইয়াছিন আরাফাত সহ অভিভাবক বৃন্দ প্রমূখ।
পরিশেষে প্রধান অতিথি মহোদয় সহ অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন বছরের নতুন বই তুলেদেন এবং প্রধান অতিথি মহোদয়ের দোয়ার মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়।