ঢাকা,৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

শিবগঞ্জে সন্ত্রাসীদের হামলায় শ্রমিক নেতা আব্দুল মালিক গুরুতর আহত

Polish_20210105_203816271.jpg

সিলেটের শিবগঞ্জে সন্ত্রাসীদের হামলায় শ্রমিক নেতা আব্দুল মালিক গুরুতর আহত হয়েছেন। বর্তমানে সে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। আহত শ্রমিক নেতা সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৬৬৯ এর সদস্য।
গত ৩ জানুয়ারি সন্ধ্যা ৭টায় শিবগঞ্জ লামাপাড়ায় স্থানীয় সন্ত্রাসী আব্দুর রহিম শ্রমিক নেতা আব্দুল মালিকের কাছে চাঁদা দাবি করে। চাঁদা দিতে অনিহা প্রকাশ করলে ক্ষিপ্ত হয়ে আব্দুর রহিম ৫/৭জন সন্ত্রাসীকে সাথে নিয়ে শিবগঞ্জ লামাপাড়াস্থ আব্দুল মালিকের ভাড়াটিয়া গ্যারেজে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায়। এ সময় হামলাকারীরা চাকু দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে চলে যায়। হামলায় আহত আব্দুল মালিকের চিৎকার শুনে স্থানীয় পথচারীরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন। তাদের ধারালো অস্ত্রের আঘাতে শ্রমিক নেতা আব্দুল মালিকের পায়ের উরুতে প্রায় ২৫টি সেলাই দেয়া হয় এছাড়াও শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। এব্যাপারে শাহপরান থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সন্ত্রাসী হামলায় আহত শ্রমিক নেতা আব্দুল মালিককে দেখতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে যান সিলেট জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্ট-১৬৬৯ এর সাধারণ সম্পাদক মোঃ আবু বকর সিদ্দিক, সহ সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সিলেট শহর রিক্সা শ্রমিক ইউনিয়নের সভাপতি আনোয়ার হোসেন আনাই। তারা আহত শ্রমিক নেতার পাশে কিছু সময় কাটান এবং তার চিকিৎসার খোজ খবর নেন। এ সময় শ্রমিক নেতৃবৃন্দ সন্ত্রাসী হামলার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অনতিবিলম্বে সন্ত্রাসী আব্দুর রহিম সহ হামলায় জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top