ঢাকা,৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমায় কৃষিপণ্য বাজারজাতকরণ কেন্দ্রের উদ্বোধন

received_854432878683715.jpeg

সাহেদ আহমদ :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কৃষকদের সুবিধার্থে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে কৃষিপণ্য সংগ্রহ ও বাজারজাতকরণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এটি সিলেট জেলার মধ্যে সর্বপ্রথম। সবজি সংগ্রহ করে এখান থেকে উৎপাদিত সবজি পাঠানো হবে দেশের বিভিন্ন অঞ্চলে।

মঙ্গলবার দুপুরে উপজেলার রাখালগঞ্জ বাজারে স্থাপিত এই কৃষিপণ্য সংগ্রহ কেন্দ্রের উদ্ধোধন করেন দক্ষিণ সুরমা উপজেলা কৃষি কর্মকর্তা শামিমা আক্তার।

এসময় তিনি বলেন, উৎপাদিত নিরাপদ সবজির বাজার নিশ্চিতকরণের জন্যই আমরা কাজ করছি। বিষমুক্ত ও নিরাপদ এসব সবজি চাষে কৃষকদের নানা পরামর্শ দিয়ে উৎসাহ করা হচ্ছে। কীটনাশকমুক্ত সবজি উৎপাদন ছাড়াও কৃষকের পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এই উদ্যোগ নেয়া হয়েছে।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাজাদ্দীন আহমদ, উপ সহকারী কর্মকর্তা বিজিত কুমার আচার্য, উপজেলার উৎপাদন সংগঠনের সভাপতি দিলোয়ার হোসেন, সেক্রেটারি সাইদুর রহমান, জেলা উৎপাদন সংগঠনের সাধারণ সম্পাদক প্রদীপ চন্দ্র, কৃষিপণ্য ও বাজারজাতকরণ কেন্দ্রের সভাপতি আব্দুল লতিফ, সাধারণ সম্পাদক বকুল রঞ্জন দত্ত প্রমুখ।
বিজ্ঞপ্তি

Leave a Reply

Your email address will not be published.

scroll to top