বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল সিলেট মহানগরে হুমায়ুন কবির শাহীনকে আহ্বায়ক ও এড. শাহ আশরাফুল ইসলামকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন করেন কেন্দ্রীয় কমিটি। ২৯ ডিসেম্বর ২০২০ইং তারিখে কেন্দ্রীয় কমিটির সাক্ষরিত এই কমিটির অনুমোদন লাভ করেন।
সিলেট মহানগর কৃষক দলের নবগঠিত আহবায়ক কমিটির অন্যান্যরা হলেন যুগ্ম আহ্বায়ক আব্দূর জব্বার তুতু, এড. এজাজ উদ্দিন, মারুফ আহমদ টিপু, সাজন চৌধুরী,শেখ মোঃ সূমন, মোফাজ্জল হোসেন পিরু,সালেহ আহমদ গেদা, গিয়াস উদ্দিন, হাবিবুর রহমান, মোঃ আলী লাহীন।
সদস্য হলেন আব্দুর নুর, আনোয়ার হোসেন, মোশাররফ হোসেন,হেদায়েত উল্লাহ, আমির হোসেন,রফিকল ইসলাম, মইনুল হক, পারভেজ আহমেদ, আমির হোসেন, সাকিল আহমদ, সুমন আহমদ, বাচ্চু মিয়া, আব্দুল জব্বার মদই,আহমেদুর রহমান মুন্না, রুম্মান আহমদ, মোশারফ হোসেন, এনাম আহমদ, মহসিন রাজা, উকিল আহমদ।, মুখিদ হাসান, খালেদ আহমদ, মুজিব আহমদ, ফয়সল আহমদ, আহসান হাবীব, ফয়েজ আহমদ, দরদ মিয়া,আবুল বশর মেম্বার, মরম আলী, মনির উদ্দিন বাবুল, মালেক আহমদ , রেদওয়ান আহমদ, ইকবাল আহমদ, শামীম আহমদ, খন্দকার মুমিন, সইদ আলী, আলাই ইসলাম, সাজন রাজা, মুক্তার আহমদ তালুকদার , আমির হোসেন