দিগন্ত ডেস্ক : কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি পালন করছে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল মানববন্ধন পালন করছে। সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে অনুষ্টিত এই স্বতঃস্ফূর্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিলেট বিভাগীয় সহ সভাপতি কাউন্সিলর ফরহাদ চৌধুরী শামীম স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুল ওয়াহিদ সোহেলের পরিচালনায়
মানববন্ধনে বক্তব্য রাখেন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আজমল বক্ত চৌধুরী সাদেক, কৃষক দল মহানগর কমিটির আহবায়ক হুমায়ুন কবির শাহীন, যুগ্ম সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, মাহবুবুর রব চৌধুরী ফয়সাল, আব্দুল আহাদ খান জামাল, আবুল কাসেম সহ সিনিয়র নেতৃবৃন্দ।