ঢাকা,৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

সততা ফ্রেন্ডস্ সোসাইটির উদ্যোগে শিতবস্ত্র বিতরণ-২০২১

received_773605813513486.jpeg

সততা ফ্রেন্ডস্ সোসাইটির উদ্যোগে  শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ ২০২১ সম্পন্ন। গতকাল ৮ জানুয়ারি  শুক্রবার এই  শিতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সততা ফ্রেন্ডস্ সোসাইটির সভাপতি দিলওয়ার হোসেন খোয়াজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফয়সল হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়ত করেন সোসাইটির অন্যতম সদস্য শাহ নেওয়াজ আহমদ শাফী,
উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৃক্ষ প্রেমিক ও লেখক কলামিস্ট আফতাব চৌধুরী, অলংকারী ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল,নুরুল ইসলাম বাবুল পরিচালক আলহেরা আইডিয়াল একাডেমি, তরুণ সমাজ সেবী শিতার মিয়া ও আমিরুল গনি চৌধুরী মিনহাজ, বিশিষ্ট সমাজ সেবী আলাউদ্দিন চৌধুরী,তেতলী ইউনিয়নের ভার্রপ্রাপ্ত চেয়ারম্যান ফারুক মিয়া,অলংকারী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সায়েকুর রহমান সায়েক,তেতলী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফারুক আহমদ,বিশিষ্ট মুরুব্বি জমির আলী মেম্বার, খোয়াজ আলী, দুদু মিয়া, মইনুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, আকরাম আলী, সানুর মিয়া, বখল মিয়া,মুন্সীর বাজার সমাজ কল্যায়ন সংস্থার সভাপতি ডাক্তার আব্দুল জলিল, সাধারণ সম্পাদক রকিব আহমদ রুবেল,আধুনিক সমাজ কল্যায়ন সংস্থার সাধারণ সম্পাদক সুমন আহমদ।

আরও উপস্থিত ছিলেন সোসাইটির সিনিয়র সহ সভাপতি দেলোয়ার হোসেন হৃদয়, সহ সভাপতি আলী হোসেন, সহ সভাপতি, আবুল কালাম আজাদ, সহ সভাপতি বাবুল আহমদ, সহ সভাপতি কামাল আহমদ রাজু, সহ সভাপতি সুয়েজ আহমদ, সহ সভাপতি নুর মিয়া চমক, যুগ্ম সম্পাদক নুরুল হোসেন, সাংঘটনিক সম্পাদক আনোয়ার হোসেন আলী, সহ সাংঘটনিক আব্দুল জলিল, প্রচার সম্পাদক আব্দুস সালাম, ধর্ম বিষয়ক সম্পাধক সাইদ আহমদ, শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, সদস্য মিজান উদ্দিন রাফি,মামুন আহমদ, বাহা উদ্দিন তারেক, মিজান আলম জয়,ইকবাল খান, রুহেল আহমদ, নায়েফ আহমদ, ইমদাদ আহমদ,আলী হুসাইন, সহ এলাকার বিশিষ্টজন

Leave a Reply

Your email address will not be published.

scroll to top