ঢাকা,২৯শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

বিশিষ্ট যুব সংগঠক এহসানুল হক তাহেরের পিতার মৃত্যু-▪️সিলেট দিগন্ত পরিবারের শোক প্রকাশ ▪️

dc2166e473333fe1aef4078cd58d227a.0.jpg

এম.এ.সামাদঃ সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহের ভাইয়ের পিতা আলহাজ ফজলুল হক তানু মিয়া সাহেব আজ রাত ৯:৪৫ মিনিটের সময় আল-রাইয়ান হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন….

আলহাজ্ব ফজলুল হক তানু মিয়া পেশায় একজন শিক্ষক ছিলেন এবং ভাদেশ্বর ইউনিয়ন পরিষদ ও গোলাপগঞ্জ উপজেলা পরিষদের প্রথম চেয়ারম্যান ছিলেন।

আমরা সিলেট দিগন্ত পরিবার উনার মৃত্যুতে শোকাহত এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ তায়ালা তানু মিয়া সাহেবকে জান্নাতুল ফেরদৌসের বাসিন্দা করুন। আমিন…

Leave a Reply

Your email address will not be published.

scroll to top