এম.এ.সামাদঃ করোনা সংক্রমন না কমায় আবারো বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। নতুন করে ১৫ দিন থেকে এক মাস পর্যন্ত ছুটি বাড়তে পারে।এবিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোঃ জাকির হোসেন বলেন,করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আগে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হবে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি আবারো বাড়তে পারে। প্রধানমন্ত্রী এবিষয়ে সিদ্ধান্ত নিবেন।
তিনি আরো বলেন পরিস্থিতি বিবেচনায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইনে পাঠদান কার্যক্রম চলবে। অপরদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক বলেন, এখনো পরিস্থিতি স্বাভাবিক হয়নি। শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো অবস্থা এখনো তৈরী হয় নাই।এ পরিস্থিতি শিক্ষা প্রতিষ্ঠান ছুটির ঘোষনা আবার বাড়তে পারে। শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর সাথে কথা বলে ছুটির বিষয়ে সিদ্ধান্ত নিবেন।
উল্লেখ্য করোনা ভাইরাস মহামারীর কারনে গত বছরের ১৭ মার্চ থেকে এখনো পর্যন্ত দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। আগামী ১৬ জানুয়ারী পর্যাপ্ত ছুটি চলমান আছে।বিশ্বব্যাপী অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দফায় দফায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ানো হয়।