হাফিজ সালেহ আহমদ : জাউয়া বাজারে ইউনিয়ন পরিষদ নির্বাচন কে সামনে রেখে বিশেষ আলোচন সভা অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার ১০ জানুয়ারি এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সময় চরমহল্লা ইউনিয়ন, জাউয়া বাজার ইউনিয়ন, সিংচাপইড় ইউনিয়ন, দক্ষিন খুরমা ইউনিয়ন ও ভাতগাঁও ইউনিয়ন বিএনপির (ধানের শীষ) মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের আলোচনা হয়। ঘরোয়া প্ররিবেশে আলোচনা সভায় উপস্থিত ছিলেন ৫ টি ইউনিয়নের বিএনপির ধারেন শীষ মনোনয়ন প্রত্যাশী চরমহল্লা ই/পি মোঃ সাইদুল হক সবজিল, জাউয়া বাজার ই/পি মোঃ সেলিম আহমদ, সিংচাপইড় ই/পি মোঃ শাহজাহান, দক্ষিণ খুরমা ইউনিয়নের মোঃ আলী গুনেন মানিক, ভাতগাঁও ই/পি মোঃ ছায়াদুর রহমান ছায়াদ সহ প্রমুখ।