বিশেষ প্রতিনিধি : -চাঁদপুর শাহরাস্তি উপজেলায় টামটা উত্তর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে পরান পুর আবু মেম্বারের বাড়িতে জমি মাপার ব্যাপারে এক বৈঠকের সিদ্ধান্ত হয়। খবর জানা যায় গত ২৮/০৬/২০১৯ ইংরেজি তারিখ এক সালিশী বৈঠকে মুসলিমগং এবং মীর আহমেদ গং জায়গার দলিল নিয়ে বৈঠক হয়। এ বৈঠকে চাঁদপুর জেলা জজ্ কোর্টের এডভোকেট জাকারিয়া আল মাহমুদ হেলালের উপস্থিত এবং আবু মেম্বারের সভাপতিত্বে এই জায়গা মাপার দায় দায়িত্ব মেম্বারকে দেয়া হয়। কিন্ত দের বছরেও হয়নি জায়গা মাপার শুরাহা।
পরবর্তীকালে আবার সকাল ৯ ঘটিকা হতে ১২ ঘটিকা পর্যন্ত চলে উক্ত শালিস কার্যক্রম এতে সভাপতিত্ব করেন শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড মেম্বার আবু মিয়া,আরো অতিথি ছিলেন চাঁদপুর জেলা জজ কোর্টের এডঃ জাকারিয়া আল মাহমুদ হেলাল, হাজী সেফায়েতুল্লাহ, মোঃ আব্দুর রহিম হোসেন পুর মোঃ ওমর ফারুক বাংলাদেশ মানবাধিকার কমিশন( Bhrc)আজীবন সদস্য এবং সিলেট জেলা Bhrc সহ সভাপতি ওমর ফারুক দৈলবাড়ী গ্রামের শালিসকারী আবুল হোসেন পরানপুর গ্রামের নুরুল ইসলাম মাহবুব আলম(পুলিশ) মোঃ হাসান মীর ইয়াকুব আলী আবুল কাশেম মো ইমরান আহমেদ আবুল হোসেন টুনা মুখলেছুর রহমান অলি উল্লাহ নজরুল ইসলাম আব্দুল মন্নান (আশ্রাফপুর)মোঃ আবুল বাশার মনির হোসেন আজিজ মিয়া ফখরুল ইসলাম দুলাল মিয়া নুর আলম মোঃ জহির হোসেন মোঃনয়ন সৈয়দ মিয়া এবং প্রথম পক্ষ মোঃ মীর আহম্মেদ ও দ্বিতীয় পক্ষ মোঃ জয়নাল আবেদীন প্রমুখ।