এম.এ.সামাদঃ মাসিক দক্ষিণ সুরমা দর্পণের ২০২০ সালের বর্ষসেরা দর্পিয়ান নির্বাচিত হয়েছেন দর্পণের সিনিয়র স্টাফ রিপোর্টার সাহেদ আহমদ।
গত ৯ জানুয়ারি ২০২১ দর্পণের ‘জানুয়ারি সংখ্যার’মোড়ক উন্মোচন অনুষ্ঠানে দর্পণের উপদেষ্টা জাহাঙ্গীর আলম সামি ও দর্পণ সম্পাদক সুহেল আহমদ-সাহেদ আহমদকে সেরা দর্পিয়ান সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। প্রতি বছর সংবাদ সংগ্রহ, পেপার বন্টন, অনলাইন এক্টিভিটি, কমিউনিকেশন সহ দর্পণের যাবতীয় কার্যক্রম সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনকারি কে এ সম্মাননা প্রদান করা হয়। দর্পণ সম্পাদক সুহেল আহমদ বলেন সাহেদ আহমদ দর্পণের একজন একনিষ্ঠ কর্মি, তার কার্যক্রম দেখে অন্যরা উৎসাহিত হন।
দর্পণ পরিবারের সাথে সম্পৃক্ত সবাইকে একযোগে কাজ করার আহবান জানান তিনি দর্পণ সম্পাদক।
বর্ষসেরা দর্পিয়ান নির্বাচিত হয়েছেন মাসিক সুরমা দর্পণের সিনিয়র স্টাফ রিপোর্টার শাহেদ আহমেদ
