ঢাকা,৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

লিপন আহমদের শীতবস্ত্র বিতরণ একটি মহৎকর্ম………এড. সালেহ আহমদ হিরা

received_720657838884570.jpeg

লিপন আহমদের শীতবস্ত্র বিতরণ একটি মহৎকর্ম………এডভোকেট সালেহ আহমদ হির

এম এ সামাদ :: সিলেট দক্ষিণ সুরমা উপজেলার বানেশ্বপুর গ্রামের ব্যবসায়ী ও তরুণ সমাজসেবী লিপন আহমদের পরিবারের উদ্যোগে এলাকার হত-দরিদ্র শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবী এডভোকেট সালেহ আহমদ হিরা। সালেহ আহমদ হিরা বলেন তরুণ সমাজসেবী লিপন আহমদের গরীব অসহায় হতদরিদ্র মানুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ একটি মহৎকর্ম। করোনা দুর্যোগের শুরু থেকে লিপন আহমদ তার পরিবারের সহযোগিতা এলাকায় কর্মহীন ঘর বন্দী মানুষের মধ্যে খাদ্য সামগ্রী প্রদান করে আসছেন এখনও শীতার্ত মানুষের কথা চিন্তা করে দ্বিতীয় বারের মতো শীতবস্ত্র বিতরণ করছেন। এই কাজে তার পিতা প্রবীণ মুরব্বী বানেশ্বপুর কেন্দ্রীয় জামে মসজিদের মোতাওয়াল্লী হাজী আনা মিয়ার সার্বিক সহযোগিতা ও পরামর্শ দেন আমি তাদের মহৎকর্মের স্বাদু বাদ জানাই। শীতবস্ত্র বিতরণে অনুষ্ঠানে এসময় উপস্থিত ছিলেন সিলেট দিগন্ত ডটকম ব্যবস্থাপনা সম্পাদক সাহেদ আহমদ, বানেশ্বপুর কেন্দ্রীয় জামে সাবেক মোতাওয়াল্লী রিয়াজ মিয়া,বর্তমান ক্যাশিয়ার ছাত্রনেতা শাহীন আলী, তরুন সমাজ সেবী মামুন আহমদ,রোহেল মিয়া,মঈনুল ইসলাম, ছাত্রনেতা বদরুল আলম তুহিন,দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান সানী,তেতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আসাদুল ইসলাম লাভলু, ইব্রাহিম আলী,ইকবাল মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top