সিলেট দিগন্ত প্রতিবেদন:: আগামী ৩০ জানুয়ারী অনুষ্ঠিতব্য জকিগঞ্জ পৌরসভা নির্বাচনের ভোট গণণা ও ফলাফল জকিগঞ্জেই ঘোষণা করা হবে। এমন তথ্য নিশ্চিত করেছেন সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা সাদমান সাকীব।
তিনি বলেন, একটি মহল না বুঝেই ভোট গণণা ও ফলাফল নিয়ে অপপ্রচার করে বিভ্রান্ত সৃষ্টি করছে। কেউ কেউ প্রচার করছেন এবার জকিগঞ্জে ভোট গণণা ও ফলাফল ঘোষণা করা হবেনা। আসলে তা মোটে ও সত্য নয়। জকিগঞ্জ পৌরসভা নির্বাচনের সকলের পদের ভোট গণণা শেষে জকিগঞ্জ থেকেই ফলাফল ঘোষণা করা হবে। তবে বিজয়ী প্রার্থীর গেজেট সিলেটস্থ রির্টানিং কর্মকর্তার অফিস থেকে সংগ্রহ করতে হবে। ভোট গণণা ও ফলাফল প্রকাশ নিয়ে অপপ্রচারে কেউ বিভ্রান্ত না হতে তিনি সকলের প্রতি আহবান জানিয়েছেন।