সাহেদ আহমদ :: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেতলী ইউনিয়নের মুন্সীবাজার’স্থ সততা ফ্রেন্ডস্ সোসাইটির সাধারণ সম্পাদক ফয়সল হোসেনের উদ্যোগে ও ব্যাবস্তাপনায় Lavel UP – Learning English,, Orientation Class সততা ফ্রেন্ডস্ সোসাইটি কার্যালয়ে শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সততা ফ্রেন্ডস্ সোসাইটির সভাপতি ও তরুণ সমাজসেবী দিলওয়ার হোসেন খোয়াজ। প্রধান অতিথির বক্তব্যে দিলওয়ার হোসেন বলেন ছাত্রছাত্রীদের কে সাধারণ শিক্ষার পাশাপাশি ইংরেজি শিক্ষা শিক্ষিত হওয়া এখন সময়ের দাবী, আমার ১৩ বছরের প্রবাস জীবনের অভিজ্ঞতা থেকে দেখেছি কত খানি জরুরি ইংরেজি ভাষা জানার,বর্হি বিশ্বে ইংরেজি ভাষা জানা না থাকলে পদে পদে ভোগান্তিতে পরতে হয়।
বিশেষ অতিথি সততা ফ্রেন্ডস, সোসাইটি’র সহ-সভাপতি আবুল কালাম আজাদ, প্রধান আলোচক বিশ্বনাথ ক্রিকেট এসোসিয়েশন সাধারণ সম্পাদক এবং উদ্যোগতা একেএম তোহাম ও সমাজ সেবী আব্দুল আহাদ,আবুল বসর ,মকছদুল করিম মঞ্জু, ও রুহেল আহমদ, তরুণ সমাজ সেবী মুহিব উদ্দিন এর পরিচালনা সততা ফ্রেন্ডস্ সোসাইটির সাধারণ সম্পাদক এবং Lavel UP Learning English এর পরিচালক ফয়সল হোসেনের সভাপতিত্বে পবিত্র কোরআন থেকে তেলায়ত করেন Lavel UP Learning English এর ছাত্র এনামুল হক।বিশেষ অতিথি আবুল কালাম আজাদ বলেন বাংলা আমাদের মাতৃভাষা তাই দেশে চলতে তেমন ইংরেজির সমসা হয়না কিন্তু আমরা বিদেশে গিয়ে প্রতিষ্ঠিত হতে হলে ইংরেজির কোনো বিকল্প নাই, একেএম তোহাম বলেন আমার ফয়সল যে উদ্যোগ নিয়েছেন আমি তার প্রশংসা করি এমন একটি ভালো উদ্যোগ নেওয়ার জন্য এবং আমি সবধরণের সহযোগিতা করব,ফয়সল বলেন Lavel UP Learning English Orientation Class এর শুভ সূচনা করতে পেরে অনেক আনন্দিত আমি, তবে আমি আপনাদের সবার সার্বিক সহযোগিতা চাই ইনশাআল্লাহ আমরা ছোট পরিসরে চালু করলেও আপনাদের সহযোগিতায় অনেক বড় প্রতিষ্ঠান হতে পারে, আর আমি সামান্য একটা ফ্রি নিবো তা যদি কারো দিতে অসুবিধা হয় আমি ফ্রি ক্লাস নিবো আমার জন্য সবাই দোয়া করবেন এবং Lavel UP Learning English এর পাশে তাকবেন পরিশেষে অসংখ্য ধন্যবাদ সবাইকে