ঢাকা,২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

জকিগঞ্জের সাদিরখাল প্রিমিয়ারলীগ-২০২১ সম্পন্ন

Polish_20210117_182100202.jpg

সিলেট দিগন্ত ডেস্ক : জকিগঞ্জ উপজলোধীন ৩নং কাজলসার ইউ/পি সাদিরখাল প্রিমিয়ারলীগ-২০২১ সম্পন্ন। আজ দুপুর ১২.৪৫ মিনিটের সময় সাদিরখাল আর্দশ বনাম সাদিরখাল নাইট রাইর্ডাস মধ্যকার খেলায় সাদিরখাল আর্দশ চ্যাম্পয়িান হওয়ার গৌরব র্অজন কর। মেহেদী হাসান রাজু ও কামিল আহমদ তাপাদার এর যৌথ পরিচালনায় উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থতি ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মাসুক উদ্দনি, সভাপতি হিসেবে ছিলেন জনাব আব্দুল গফুর, চেয়ারম্যান পদর্প্রাথী ৩নং কাজলসার ইউ/পি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক জনাব বুরহান উদ্দিন আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আব্দুস সুবুর, জকিগঞ্জ-বিয়ানীবাজার থানার সার্কেল অফিসার জনাব সুদিপ্ত রায়। উক্ত খেলা পরিচালনা করেন- জাকারিয়া খান ও শাহআলম। পরে চ্যাম্পিয়ান সাদিরখাল আর্দশ ও সাদিরখাল নাইট রাইডার্স অধিনায়কের হাতে ট্রফি ও চেক তুলে দেন অতিথিরা।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top