এম.এ.সামাদঃ দক্ষিণ সুরমা উপজেলার দু’শ বছরের প্রাচীন ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ দাউদিয়া গৌছ উদ্দিন সিনিয়র মাদরাসা’র উদ্যোগে আল্লামা ছাহেব ক্বিবলা ফুলতলী (রহ.), আল্লামা হরমুজ উল্লাহ শায়দা (রহ.)’র ঈসালে সাওয়াব ও বার্ষিক ওয়াজ মাহফিল ২০২১।
আগামী ৫ই ফেব্রুয়ারী রোজ শুক্রবার মাদরাসা ময়দানে সকাল ১০ ঘটিকার সময় অনুষ্ঠিত হবে।
উক্ত মহতি মাহফিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে জাতির কর্নধার হযরত উলামায়ে কেরামগন বয়ান পেশ করবেন।
আমরা সিলেট দিগন্ত পরিবার উক্ত মহতি মাহফিলের সফলতা কামনা করি।