এই বিশ্বমহামারি করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্তের দিকে দিনদিন ধাবিত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলো। মেধাহীন হয়ে যাচ্ছে শিক্ষার্থীরা (শিশুশ্রেণি বিশেষ)। দীর্ঘদিন যাবত চলছে ভাইরাসের আতঙ্ক, মৃত্যুাশঙ্কায় খুলতে চাচ্ছে না শিক্ষা প্রতিষ্ঠান।
এই কঠিন পরিস্থিতিতে সরকারি নিয়মানুসারে ছাত্রছাত্রীর মেধা বিকশিত করার লক্ষ্যে নতুন বছরে (শিক্ষাবর্ষ-২১) শাহজালাল আইসিটি কিন্ডারগার্টেন এন্ড হাইস্কুলে আজ (রবিবার ১৭/০১/২০২১ইং) থেকে শুরু হলো অনলাইন ভিত্তিক ক্লাস। তারা সুপরিকল্পিত ভাবে শিক্ষার মান বৃদ্ধির চিন্তাভাবনা করে করোনা মোকাবেলায় আছেন এক ধাপ এগিয়ে।
ছাত্রছাত্রীর মেধা বাড়ানোর প্রচেষ্টায় নিরাপত্তারসহিত সচেষ্ট দায়িত্ব পালন করে যাচ্ছেন শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
উক্ত বিদ্যালয়ের কর্তৃপক্ষ থেকে জানা যায় যে, তারা সরকারের নির্দেশনা মোতাবেক বিদ্যালয় বন্ধ থাকা অবস্থায় বাসায় বসে যাতে শিক্ষার্থীরা মেধা মূল্যায়ন করতে পারে সে জন্য অনলাইনে চালু করেছেন পাঠদান। এতে তারা (কর্তৃপক্ষ) আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। গত ২০২০ শিক্ষাবর্ষে একইভাবে পদক্ষেপ নিয়ে সফলতা অর্জন করছেন বলে জানিয়েছেন।