ঢাকা,৪ঠা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৯শে আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

জন নেতা আব্দুল হালিম সাহেব আর নেই

received_1217175735344473.jpeg

বিশ্বনাথ প্রতিনিধি: হেলালুল ইসলাম হেলাল ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি। বাংলাদেশ আওয়ামীলীগ সরাইল উপজেলা শাখার দীর্ঘদিনের সফল সভাপতি। মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বর্ষীয়ান রাজনীতিবিদ আব্দুল হালিম সাহেব আমাদের মাঝে আর নেই।আজ সকাল ১০টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। (ইন্নালিল্লাহি—রাজিউন) উনার জানাজার নামাজ বাদ আসর সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে হয়েছে এবং বাদ মাগরিব ওনার নিজ গ্রাম আইরল কাটানিশার বাজারে অনুষ্টিত হয়েছে। ওনার জানাজার নামাজে হাজারু মুসল্লি ও সর্বদলীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে সম্পন্ন করা হয়।

এবং রাষ্ট্রীয় ভাবে শ্রদ্ধা ও সম্মান জানানো হয়।তিনি আওয়ামী প্রবীণ নেতা এবং তিনবার নৌকা প্রতীক নিয়ে জাতীয় নির্বাচন করেছেন তিনির মাগফিরাত কামনার জন্যে দেশবাসির কাছে দোয়া চেয়েছেন তিনির নাতি সিলেট বিশ্বনাথ বন্ধুয়া কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ইসলামিক গবেষক হাফেজ মাও.শাফী উদ্দীন এবং পরিবারের প্রতি সমবেদনা জানান।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top