দিগন্ত নিউজ:: সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে এডভোকেট মো: আজিম উদ্দীন সমাজ বিষয়ক সম্পাদক ও এডভোকেট মকসুদ আহমদ সহ-সমাজ বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন। এই নির্বাচনের ভোট গণনা শেষে শুক্রবার (১৫ জানুয়ারি) ভোরে নির্বাচন কমিশন তাদের কে নির্বাচিত ঘোষণা করেন ।
বৃহস্পতিবার ২১ শে জানুয়ারী ২০২১ ইং বেলা ২:০০ ঘটিকার সময় সমিতির ০২ নম্বর হলে সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় এবং শপথ গ্রহনের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করা হয়।
উক্ত শপথ গ্রহন পরবর্তী সময় বিকেলে ল’ইয়াস ক্লাবে সিলেট জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মো: আজিম উদ্দীন সহ-সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মকসুদ আহমদ কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান-সিলেট জেলা আইনজীবী সমিতির সদ্যবিদায়ী সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন।
সদ্যবিদায়ী সমাজ বিষয়ক সম্পাদক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন নব নির্বাচিত সমাজ বিষয়ক সম্পাদক ও সহ-সমাজ বিষয়ক সম্পাদক কে
স্বাগত জানান এবং গতবছর দায়িত্বকালীন সময়ে সকলে আন্তরিক সাহায্য ও সহযোগিতা জন্য সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এতে উপস্থিত ছিলেন সমিতির সাবেক সভাপতি এডভোকেট এ. কে. এম.শমিউল আলম, সমিতির নবনির্বাচিত যুগ্ম সম্পাদক-২ এডভোকেট মুমিনুর রহমান টিটু, নব নির্বাচিত লাইব্রেরী সম্পাদক এডভোকেট মুহাম্মাদ আব্দুল মুকিত অপি. নব নির্বাচিত সহ-সম্পাদক এডভোকেট মোবারক হোসাইন ও এডভোকেট মো: তানভীর আহমদ প্রমুখ।