মোগলাবাজার প্রতিনিধিঃ ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট দক্ষিণ সুরমা উপজেলাধিীন ৮নং মোগলাবাজার ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২২ জানুয়ারী) বাদ মাগরিব মোগলাবাজার জমিয়ত কার্যালয়ে ইউনিয়ন দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়।
ইউনিয়ন জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা শামছুল ইসলাম এর সভাপতিত্বে অধিবেশনের শুরূতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ছাত্র জমিয়ত কর্মী হাফিজ মিনহাজুর রহমান ওলী।
দ্বি-বার্ষিক কাউন্সিলে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আজির উদ্দিন। মোগলাবাজার ইউনিয়ন জমিয়তের সভাপতি মাওলানা খালিদ আহমদ। সিলেট জেলা ছাত্র জমিয়তের প্রচার সম্পাদক কে এম তাহমীদ হাসান। উপজেলা ছাত্র জমিয়তের সভাপতি মাওলানা আব্দুর রহমান রুবেল। সাধারণ সম্পাদক তানভীর আলম সিদ্দিক প্রমুখ।
কাউন্সিলে উপস্থিত সর্ব-সম্মতিক্রমে মাওলানা মাওলানা শামছুল ইসলামকে সভাপতি, ফারহান আহমদকে সাধারণ সম্পাদক ও হাফিজ তুফায়েল আহমদকে সাংগঠনিক সম্পাদক করে ২০২০-২১ সেশনের ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ও ১০জন বিশেষ ওয়ার্ড প্রতিনিধিসহ ২৩ সদস্য বিশিষ্ট কমিটির প্যানেল ঘোষণা করেন ইউনিয়ন জমিয়ত সভাপতি মাওলানা খালিদ আহমদ।
নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্বশীল হলেন, সভাপতি মাওলানা শামছুল ইসলাম। সহ সভাপতি হাফিজ কামরান আহমদ। সাধারণ সম্পাদক ফারহান আহমদ। যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আজিম আহমদ। সাংগঠনিক সম্পাদক হাফিজ তুফায়েল আহমদ মাহের। অর্থ সম্পাদক হাফিজ রেজাউল করিম উসামা। প্রচার সম্পাদক হাফিজ শাফী আহমদ। প্রশিক্ষণ সম্পাদক হাবিব আহমদ। সাহিত্য সম্পাদক হাফিজ শরীফ আহমদ তালহা। পাঠাগার সম্পাদক শাহরিয়ার আহমদ রেদওয়ান। দপ্তর সম্পাদক রাহাদুর রহমান রায়হান। নির্বাহী সদস্য মুহা. বদরুল আলম। হাফিজ শাব্বির আহমদ।
সাধারণ সদস্যবৃন্দ: সালমান আহমদ। ফজলে রাব্বী। তারেকুল ইসলাম জুনু। হাফিঝ আব্দুল আজিজ। হাফিজ সেলিম আহমদ। নাহিদ আহমদ। হাফিজ হুসাইন আহমদ। মিনহাজুর রহমান। মিছবাহ উদ্দিন। সায়েফ আহমদ।
কাউন্সিল শেষে আগামী ৫ ফেব্রুয়ারী, রোজ শুক্রবার বিকাল ৩ টায় নব-নির্বাচিত কমিটির দায়িত্বগ্রহণ অনুষ্ঠানের তারিখ নির্ধারন করে কাউন্সিল অধিবেশনের সমাপ্তি ঘটে।