ঢাকা,৪ঠা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

দক্ষিণ বদলীতে জান্নাতুল মা’ওয়া ইসলামিক একাডেমির অভিষেক// শিক্ষা উপকরণ বিতরণ

received_489549112039970.jpeg

সাহেদ আহমদ :: দক্ষিণ উপজেলার তেতলী ইউনিয়নে দক্ষিণ বলদীস্ত জান্নাতুল মা’ওয়া ইসলামিক একাডেমীর উদ্যোগে ও প্রবাসী, যুব সমাজের আর্থিক সহযোগীতায় ক্লাস উদ্বোধন উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ ও দোয়া মাহফিল (২৫) জানুয়ারি সোমবার সকালে অনুষ্ঠিত হয়।
জান্নাতুল মা’ওয়া ইসলামিক একাডেমীর সভাপতি নূরুল ইসলাম রুপনের সভাপতিত্বে ও একাডেমীর পরিচালক জাহিদ আহমদের পরিচালনায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন নূরানী তালিমুল কুরআন বোর্ড়,সিলেটের প্রধান পরিচালক মুফতি বশির আহমদ।সূচিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জান্নাতুল মা’ওয়া ইসলামিক একাডেমীর প্রধান পরিচালক মাওলানা আব্দুল গনি সিলামী।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জামেয়া কুরআনিয়া সিলাম মাদরাসা এর প্রিন্সিপাল মাওলানা আব্দুল্লাহ আল মামুন, মাওলানা মকসুদুল আম্বিয়া,দক্ষিণ সুরমা প্রেসক্লাব সিলেটের দপ্তর ও পাঠাগার সম্পাদক শরীফ আহমদ, সবুজ শ্যামল সমাজ কল্যাণ এন্ড ক্রীড়া সংস্থার সভাপতি মিসবাহ উদ্দিন মোহন।অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মুরুব্বি মন্তাজ আলী,মাওলানা রুম্মানুল হক রুমেল,হাফিজ তায়েফ আহমদ,সমাজসেবী সিরাজ মিয়া,শমশের আলী,লিয়াকত আলী,মাসুদ রানা,লিপন আহমদ,দুলাল আহমদ,খালেদ আহমদ,শিশু মিয়া,শহিদুল ইলাম শহিদ,ফাহিম আহমদ প্রমুখ।

আলোচনা শেষে দোয়া পরিচালনায় করেন মুফতি বশির আহমদ।
অনুষ্ঠানে ২০ জন শিক্ষার্থীর মধ্যে ড্রেস,আইডি কার্ড সহ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top