ঢাকা,২২শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

মোগলাবাজারে ২য় ষ্টার স্পোর্টিং ক্লাব ফুটবল টুর্ণামেন্টের উদ্বোধন

received_5471035212936719.jpeg

এম.এ.সামাদঃ জমজমাট ফুটবল টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হল মোগলা বাজারে। ২৬ জানুয়ারি মঙ্গলবার ষ্টার স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত ২য় ফুটবল টুর্নামেন্ট ২০২১ ইংরেজী’র উদ্বোধনী খেলা রেবতীরমণ সরকারি উচ্চ বিদ্যলয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
উক্ত উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট সালিশী ব্যক্তিত্ব আলহাজ্ব চুনু মিয়া।

উদ্বোধনী খেলায় যে দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবিলা করেছে তারা হচ্ছে ফখরুল এন্ড নুরুল ব্রাদার্স ফুটবল দল, মানিকোনা, ফেঞ্চুগঞ্জ, সিলেট বনাম মোগলা বাজার ফুটবল একাদশ, দক্ষিণ সুরমা, সিলেট।
উক্ত খেলায় ফখরুল এন্ড নুরুল ব্রাদার্সের পক্ষে নাইজেরিয়ান খেলোয়ার বাঙ্গি দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন।
উক্ত উদ্বোধনী খেলায় ফখরুল এন্ড নুরুল ব্রাদার্স ৩-০ গোলের ব্যবধানে মোগলাবাজার ফুটবল একাদশ কে পরাজিত করে।
এবিষয়ে উদ্যোক্তারা জানিয়েছেন,সিলেট জেলার বিভিন্ন প্রান্ত থেকে ফুটবল দল অংশগ্রহণ করেছে এই টুর্নামেন্টে। এই ফুটবল টুর্নামেন্ট এতদ অঞ্চলে ফুটবলের উন্নয়নে ব্যাপক অবদান রাখবে বলে টুর্নামেন্ট কমিটি আশা প্রকাশ করেন।
এই টুর্নামেন্টে ঘিরে এলাকার মানুষের মধ্যে উৎসাহ- উদ্দীপনা রয়েছে চরমে। এতদ অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবল প্রেমী হাজার হাজার মানুষরা খেলা দেখার জন্য মাঠের চারিপাশে হাজির হয়েছিল।

আগামীকাল ২৭ জানুয়ারি টুর্নামেন্টের ২য় খেলায় স্টার স্পোর্টিং ক্লাব মোগলাবাজার বনাম অল স্টার স্পোর্টিং ক্লাব সিলাম পরস্পরের মোকাবিলা করবে।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top