ঢাকা,৯ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

হাওর হবে মডেল শহর : এমপি তৌফিক

received_443547040329458.jpeg

মোক্তার হোসেন গোলাপঃ মিঠামইন প্রতিনিধিঃ এক সময়ের অবহেলিত হাওর অঞ্চল এখন আধুনিকতার ছোঁয়া লেগেছে। আগামীতে এই হাওরই হবে মডেল শহর। রাস্তা,ঘাট হচ্ছে, হচ্ছে ব্রিজ, কালবার্ট,সেনানিবাস সহ ব্যাপক উন্নয়ন মূলক কাজ। এসবই সম্ভব হচ্ছে কেবল আওয়ামীলীগের সরকারের কারণে। কিশোরগঞ্জ -০৪ আসনের এমপি রেজুয়ান আহমেদ তৌফিক আজ ২৫-০১-২০২১ই তারিখে মিঠামইন উপজেলা হেডকোয়ার্টার কাটখাল ডিসি সড়কের ঘাগড়া ইউনিয়নের ধোবাড়োড়া পিংগাইতা খালের উপর ব্রিজ নির্মাণ কাজের উদ্ভাবনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসবে উপস্থিত হয়ে এসব কথা তিনি বলেন। এসময় উপস্থিত ছিলেন,মিঠামইন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছিয়া আলম,উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রভাংশু সোম মহান,সদর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট শরীফ কামাল,উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোঃ শাহজাহান মিয়া, এলজিএডির নির্বাহী প্রকৌশলী আমিনুর রহমান,ভাইস চেয়ারম্যান মোঃ ইব্রাহিম মিয়া,জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বাবু সমীর কুমার বৈষ্ণব,উপজেলা আওয়ামীগের সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান ভুইয়া,ঘাগড়া ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব মোসলেহ উদ্দিন, সাবেক চেয়ারম্যান বোরহান উদ্দিন চৌধুরী বুলবুল, আওয়ামীলীগের প্রবীণ নেতা মোস্তফা হোসেন ভুইয়া, ঘাগড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বাচ্চু মিয়া,সাবেক সভাপতি আফাজ উদ্দিন সহ এলাকার সকল নেতৃ বৃন্দ।এছাড়াও ঘাগড়া ইউনিয়নের যুবলীগ, ছাত্রলীগ,স্বেচ্ছাসেবকলীগ,কৃষকলীগ,উলামালীগের নেতৃ বৃন্দ উপস্থিত ছিলন।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top