এপেক্স ক্লাব অব বাংলাদেশ জেলা -৪ এর গভর্নর এপেঃ মোঃ শাহেদুর রহমান এর জন্মদিন উপলক্ষে এপেক্স ক্লাব অব গ্রীন হিলস এর উদ্দ্যোগে সিলেট পালন করা হয়। আজ ২৭ জানুয়ারি বুধবার সিলেট জিন্দাবাজারস্থ অভিজাত রেস্টুরেন্টে কেক কেটে এই জন্মদিন উদযাপন করা হয়।
উক্ত জন্মদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব বাংলাদেশ এর লাইফ গভর্নর এপেঃ আক্তার হোসাইন খান, লাইফ মেম্বার এপেঃ এড.আতিকুর রহমান সাবু, জেলা-4 এর অতিত গভর্নর এপেঃ এড.মিসবাহুর রহমান আলম, অতিত গভর্নর এপেঃ এড. মাসুম আহমেদ, জেলা সেক্রেটারি এপেঃ মোঃ নাজমুল হুদা, এপেঃ এড.মোঃ শফিকুল ইসলাম, এপে: আদিল হোসাইন, এপেঃ এড. জালাল উদ্দীন, এপেঃ জয়ন্ত চন্দ্র ধর, এপেঃ মোঃ বাবুল মিয়া, এপেঃ এড.শহিনুল ইসলাম, এপে: এড. আকমল খান, এপেঃ শাহ মোঃ লোকমান আলী, এপেঃ এ কে আজাদ ফাহিম, এপেঃ এড. মোঃ আব্দুল্লাহ আল হেলাল, এপেঃ মাসুম, এপেঃ এড. আকমল খান, এপেঃ ইউনুস কবির, এপেঃ নির্মল পাল প্রমুখ।