মোগলাবাজার প্রতিনিধিঃ দক্ষিন সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন রাখালগঞ্জে শানে মোস্তফা (সা.) বাস্তবায়ন পরিষদের উদ্যোগে গত ২৭ জানুয়ারী বুধবার পানিগাঁও বায়তুল মোয়াজ্জম জামে মসজিদ সংলগ্ন মাঠে সকাল ১০ টা হতে মধ্যরাত পর্যন্ত শানে মোস্তফা (সা.) মহাসম্মেলন অনুষ্ঠিত হয়।
মাহফিলে প্রধান অতিথির বয়ান পেশ করেন শায়খুল হাদিস আল্লামা নজমুদ্দিন চৌধুরী ফুলতলী ও প্রধান মেহমান হিসেবে বয়ান পেশ করেন আল্লামা হাফিজ ফখর উদ্দিন চৌধুরী ফুলতলী।
উক্ত মহাসম্মেলনে প্রধান আকর্ষণ হিসেবে বয়ান পেশ করেন চাঁদপুর মানদারিয়া ফাজিল ডিগ্রী মাদরাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমদ চাঁদপুরী। বিশেষ আকর্ষণ ঢাকা দারুন নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা উছমান গণি ছালেহী এবং প্রধান বক্তা ঢাকা দারুস সালাম জামে মসজিদের খতিব মাওলানা মুফতি মখলিছুর রহমান আজাদী। বিশেষ বক্তার বয়ান পেশ করেন রাখালগঞ্জ দারুল কোরআন ফাযিল ডিগ্রি মাদরাসার অধ্যক্ষ মাওলানা শেহাব উদ্দিন আলীপুরী, মাওলানা আব্দুল আহাদ জিহাদী ফেঞ্চুগঞ্জী।
সোবহানিঘাট কামিল মাদরাসার শিক্ষক মাওলানা আজিজুর রহমান মাহফিলে সভাপতিত্ব করেন।
সকাল ১০টায় খতমে কোরআন এর মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়। পরে মাহফিলের বক্তাগণ ধারাবাহিক বয়ান বেশ করেন। শেষে মিলাদ শরিফ ও দোয়া’র মাধ্যমে শানে মোস্তফা (স.) মহা সম্মেলনের সমাপ্তি হয়।
শানে মোস্তফা ( স.) মহাসম্মেলনে কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত হয়েছিলেন।