ঢাকা,২৯শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

৩য় মোগলাবাজার গ্রামলীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে হরগৌরী ফুটবল একাদশ জয়ী

IMG_20210130_101535.jpg

এম.এ.সামাদঃ দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নে ৮ টি গ্রামকে নিয়ে মোগলাবাজার তরুণ ফুটবল একাডেমী কর্তৃক আয়োজিত ৩য় মোগলাবাজার গ্রামলীগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২৯ই জানুয়ারি শুক্রবার বিকালে রেবতী রমণ সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হয়।

উক্ত জমজমাট ফাইনালে খেলায় পরস্পর পরস্পরের মোকাবিলা করে হরগৌরী ফুটবল একাদশ বনাম কামদেব পুর ফুটবল একাদশ। খেলাটি শুরু হয়ে নির্ধারিত সময়ে উভয় দলের মধ্যে গোল শূন্য অমীমাংসিতভাবে শেষ হলে খেলাটি টাইব্রেকারে গড়ায়। টাইব্রেকারে ৩-২ গোলে হরগৌরী ফুটবল একাদশ কামদেব পুর ফুটবল একাদশ কে পরাজিত করে ২য় বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার মর্যাদা লাভ করে।

ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব চুনু মিয়া। খেলা শেষে অতিথিরা চ্যাম্পিয়ন দল ও রানার্সআপ দলের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

৩য় মোগলাবাজার গ্রামলীগ টুর্নামেন্টের ফাইনাল অব দ্যা ম্যাচঃ- হানিফ আহমদ (হরগৌরী ফুটবল একাদশ)। বেস্ট প্লেয়ার অব দ্যা টুর্নামেন্টঃ- সিমন আহমদ ( হরগৌরী ফুটবল একাদশ)। বেস্ট গোল স্কোরার অব দ্যা টুর্নামেন্টঃ- ফয়েজ আহমদ রুবেল (হরগৌরী ফুটবল একাদশ)। বেস্ট গোলকিপার অব দ্যা টুর্নামেন্টঃ- আতিক আহমদ (কামদেব পুর ফুটবল একাদশ)। বেস্ট ডিফেন্ডার অব দ্যা টুর্নামেন্টঃ- শাহরিয়ার নাছিম ( হরগৌরী ফুটবল একাদশ)। বেস্ট মিডফিল্ডার অব দ্যা টুর্নামেন্টঃ- মালেক আহমদ মান্না ( হরগৌরী ফুটবল একাদশ) নির্বাচিত হোন।

উক্ত জমজমাট ফাইনাল খেলা দেখার জন্য হাজার হাজার ফুটবল প্রেমী মানুষ মাঠের চারিপাশে সমবেত হয়েছিল। তারা আশা করে মোগলাবাজার তরুণ ফুটবল একাডেমি ভবিষ্যতেও এরকম টুর্নামেন্টের আয়োজন করে তরুন সমাজের নৈতিক অবক্ষয় রোধে ভূমিকা রাখবে।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top