এম.এ.সামাদঃ সিলেটের জকিগঞ্জ পৌরসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে দুই স্বতন্ত্র প্রার্থীর মধ্যে। বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে মাত্র ২ ভোটের ব্যবধানে এগিয়ে থেকে মেয়র পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ।
প্রাপ্ত ফলাফলে দেখা গেছে নারিকেল গাছ প্রতীকে আব্দুল আহাদ পেয়েছেন ২ হাজার ৮৩ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আরেক আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ জগ প্রতীকে পেয়েছেন ২ হাজার ৮১ ভোট।
লড়াইয়ে ছিলেন আল-ইসলাহর প্রার্থী হিফজুর রহমানও। তিনি মোবাইল ফোন প্রতীকে পেয়েছেন ১ হাজার ৯৭৮ ভোট।
এদিকে, আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা খলিল উদ্দিন ৬৬৯ ভোট পেয়ে হয়েছেন ছয় নম্বর হয়েছেন।
বিএনপির প্রার্থী ইকবাল আহমদ ধানের শীষ প্রতীকে ৬১০ ভোট পেয়ে সপ্তম হয়েছেন।
মাত্র ২ ভোটের ব্যবধানে জকিগঞ্জে মেয়র নির্বাচিত আ’লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ…
