এম.এ.সামাদঃ দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার ইউনিয়নের রাঘবপুর ছাহেব বাড়িতে গতকাল ৩০জানুয়ারি শনিবার, আল্লামা রামপুরী ছাহেব ক্বিবলাদ্বয় (রহ.), আল্লামা শ্রীকোণী ছাহেব ক্বিবলাহ (রহ.), আল্লামা রাঘবপুরী ছাহেব ক্বিবলাগণ (রহ.), শামসুল উলামা আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহ.) ও গং আউলিয়ায়ে কেরামগণের বার্ষিক আজিমুশ্বান ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হয়।
সকাল ৯ঘটিকায় আল্লামা রাঘবপুরী ছাহেব ক্বিবলাগণের মাজার জিয়ারতের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শুরু হয়।
জিয়ারত শেষে খতমে কুরআন, খতমে খাজেগান, মিলাদ শরীফ ও দো’আ অনুষ্ঠিত হয়।
দুপুর ১২ঘটিকা থেকে ধারাবাহিক ভাবে বিষয় ভিত্তিক বয়ান শুরু হয়, বাদ মাগরিব জিকির-আজকার, তরিকার খতম অনুষ্ঠিত হয়, পরবর্তীতে পুনরায় ধারাবাহিক ভাবে বিষয় ভিত্তিক বয়ান শুরু হয়ে বাদ ফজর মিলাদ শরীফ, আখেরি মোনাজাত ও সিন্নি বিতরণের মাধ্যমে মাহফিলের সমাপ্তি হয়।
আল্লামা রাঘবপুরী ছাহেব ক্বিবলাহ (রহ.) ছাহেবজাদা হাফিজ মাওলানা মারুফ আহমদ জুনেদ ছাহেবের সভাপতিত্বে, হাফিজ রওনক আহমদ জামি ও রাইয়ান আহমদ রাফির পরিচালনায় মাহফিলে বয়ান পেশ করেন আল্লামা ফুলতলী ছাহেব ক্বিবলাহ (রহ.) ছাহেবজাদা হাফিজ মাওলানা ফখরুদ্দিন চৌধুরী ফুলতলী, জালালপুর জালালিয়া সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা জফর উদ্দিন মোহাম্মদ আব্দুল মুনাঈম ছাহেব মন্জলালী, ঢাকার মাওলানা মুফতি মোহাম্মদ শাহ আলম ছাহেব, বাংলা জাতীয় মাসিক পরওয়ানার সম্পাদক মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ছাহেব ফুলতলী, রাখালগন্জ ফাজিল মাদরাসার আরবি প্রভাষক মাওলানা মুফতি সিরাজুল হক সাইস্তা ছাহেব, বালাউটি ছাহেব ক্বিবলাহ (রহ.) ছাহেবজাদা মাওলানা ডা. ছাফিউর রহমান বালাউটি, দাউদপুর আলিয়া মাদরাসার আরবি প্রভাষক মাওলানা জয়নাল আবেদীন ছাহেব সিরাজপুরী, সিলেট কাস্তারাইল জামে মসজিদের খতিব মাওলানা মাহবুবুর রহমান নাঈমী ছাহেব, কালারুকা দাখিল মাদরাসা শিক্ষক মাওলানা সাজ্জাদুর রহমান নকিবী ছাহেব, ইলাইগন্জ হিফজুল কোরআন মাদরাসার শিক্ষক মুফতি মাওলানা আব্দুল মান্নান ছাহেব, বাঘমারি ছাহেবের ছাহেবজাদা মাওলানা হোসাইন আহমদ ছাহেব, গাজিরপাড়া হাফিজিয়া আলিম মাদরাসার শিক্ষক মাওলানা হাফিজ আব্দুস শহীদ ছাহেব, রাখালগন্জ ফাজিল মাদরাসার শিক্ষক মাওলানা আব্দুল গণী ছাহেব, রেবতীরমণ সরকারি উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা ফয়ছল আহমদ ছাহেব কন্দিয়ারচরী, রাঘবপুরী ছাহেব ক্বিবলাহ (রহ) ছাহেবজাদা মাওলানা নুমান আহমদ ছাহেব, মাওলানা আরিফ আহমদ , মাওলানা মুজিবুর রহমান শাহপুরী, মাওলানা মুবিন আহমদ নিজামী প্রমুখ।
উপস্থিত ছিলেন সিলেট পশ্চিম জেলা তালামীযের সভাপতি শেখ মোহাম্মদ আলী হায়দার, সিলেট মহানগর তালামীযের সাধারণ সম্পাদক এস এম মনোয়ার হোসেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান, সিলেট পশ্চিম জেলা তালামীযের সহ প্রশিক্ষণ সম্পাদক রেজাউল করিম, সদস্য এইচ এম বুরহান উদ্দিন, মোগলাবাজার থানা তালামীযের সভাপতি মোহাম্মদ গিয়াস উদ্দিন, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম সাইস্তা, মোবলাবাজার বাজার কমিটি সেক্রেটারি মহি উদ্দিন, ১নং ওয়ার্ড মেম্বার সমস উদ্দিন, ২নং ওয়ার্ড মেম্বার সেলিম আহমদ প্রমুখ।