এম.এ.সামাদঃ ছাব্বিশে পা রাখলেন সুহেল আহমদ। সাংবাদিকতা পেশায় আলোকিত এক নাম; জনপ্রিয় কবি। পাশাপাশি সাহিত্য ও উপস্থাপনায় ব্যাপক বিচরণ তাঁর। ১ ফেব্রুয়ারী সোমবার ছিল পেশাদার এবং দায়িত্বশীল এই সাংবাদিকের জন্মদিন। মাসিক দক্ষিণ সুরমা দর্পণ পরিবার প্রিয় সম্পাদকের জন্মদিন উদযাপন করেছে।
কাল রাতে দাউদপুরের একটি অভিজাত ক্যাফেতে সম্পাদকের জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় দর্পণ সম্পাদক কবি সুহেল আহমদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন বক্তারা। আনন্দঘন আয়োজনের শেষপর্যায়ে সবাই প্রিয় সম্পাদকের জন্মদিনের কেক খান।
দর্পণের সিনিয়র স্টাফ রিপোর্টার সাহেদ আহমদের সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক সাজ্জাদ আহমদের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন সিলেট জেলা ছাত্র দলের সহ সভাপতি জহুরুল ইসলাম রাসেল। শুভেচ্ছা জ্ঞাপন করে বক্তব্য দেন সিলেট পশ্চিম জেলা তালামীযের প্রশিক্ষণ সম্পাদক রেজাউল করিম, ইলাইগনঞ্জ কম্পিউটার প্রশিক্ষণ সেন্টারের পরিচালক শহীদুল ইসলাম খান, লতিফিয়া মেডিসিন সেন্টারের পরিচালক শামসুল ইসলাম ফরহাদ, তালামীয নেতা ইমদাদ সিদ্দিকী, শেখ মোহাম্মদ সাদিক হুসাইন প্রমুখ।