এডভোকেট আব্দুল্লাহ আল হেলাল :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কোম্পানীগঞ্জ উপজেলার প্রবাসী অনলাইন ভিত্তিক আহবায়ক কমিটি অনুমোদন লাভ করেছে। কোম্পানীগঞ্জ উপজেলা বি.এন.পি’র আহবায়ক হাজী মোঃ আব্দুল মান্নান মনাফ এর সুপারিশে সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীদার গত ২৬/০১/২১ইং তারিখে স্বাক্ষরিত পত্রের মাধ্যমে কোম্পানীগঞ্জ উপজেলা প্রবাসী অনলাইন ভিত্তিক ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটিকে অনুমোদন দেন। সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীদার, কোম্পানীগঞ্জ উপজেলা প্রবাসী অনলাইন ভিত্তিক আহবায়ক কমিটির আহবায়ক হাজী মোঃ আব্দুর রকিব ও সদস্য সচিব মোঃ রুবেল আহমদ সহ সকল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি আহবায়ক হাজী মোঃ আব্দুল মান্নান মনাফ। কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি আহাবয়ক কমিটির সদস্য আলী আকবর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, প্রবাসী অনলাইন ভিত্তিক কমিটি গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাদের গতিশীল নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তি আরো মজবুত হবে। একই সাথে দেশে ও বিদেশে বিএনপি কর্মকান্ড প্রসার ঘটবে বলে আশাবাদ ব্যক্ত করেন।