প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অনুমোদন করা হলো সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে সিলেট জেলা ও মহানগর কমিটি অনুমোদন করা হয়।
উক্ত সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটিতে কোম্পানীগঞ্জ উপজেলা থেকে স্থান পেয়েছেন ৫ জন তাদের মধ্যে ( সিলেট জেলা ছাত্র দলের সাবেক সিনিয়র সদস্য ) এড. মোঃ আব্দুল্লাহ আল হেলাল যুগ্ম সাধারণ সম্পাদক সিলেট মহানগর ছাত্রদল, এস এম জুয়েল সহ সাধারণ সম্পাদক সিলেট জেলা ছাত্রদল, শরীফ আহমদ সহ গণসংযোগ বিষয়ক সম্পাদক সিলেট জেলা ছাত্রদল, মোঃ আল-আমিন (ইছাকলস) সহ শিক্ষা ও পাঠচক্র সম্পাদক সিলেট জেলা ছাত্রদল, আল-আমিন সদস্য সিলেট জেলা ছাত্রদল।