সিলেট দিগন্ত ডেস্ক : বাংলাদেশ শহীদ স্মৃতি ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটি গঠনের লক্ষ্যে এক আলোচনা সভ ও চা চক্রের আয়োজন করা হয় । অদ্য ৭ ফেব্রুয়ারি রবিবার বিকাল ৫ ঘটিকায় সিলেট জিন্দাবাজার এক অভিজাত রেস্টুরেন্টে এই আলোচনা সভা ও চা চক্র অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় কমিটি গঠন ও আগামী দিন বাংলাদেশ শহীদ ফাউন্ডেশন সিলেট বিভাগ কিভাবে চলবে সে বিষয়ে বিশেষ আলোচনা হয়। বাংলাদেশ শহীদ স্মৃতি ফাউন্ডেশন সিলেট বিভাগীয় নেতা সোলেমান হোসেন চুন্নু এর সভাপতিত্বে ও লুৎফর রহমান তারেকের পরিচালনায় আলোচনা সভা শুরু হয়।
উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান নুর, মুরাদুল হাসান চৌধুরী, কবির খান, এডভোকেট মোঃআব্দুল্লাহ আল হেলাল, সাহাদত হোসেন, কামরুল চৌধুরী, শামীম আহমদ বাদশা, শাখাওয়াত হোসেন, ছায়েম আহমদ, শামীম আলী, মুর্শেদ তালুকদার, কবির আহমদ, সাব্বির আহমদ প্রমূখ।