ঢাকা,২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

দক্ষিণ সুরমা উপজেলায় কোভিড-১৯ ভ্যাকসিনেশন এর শুভ উদ্বোধন করলেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

received_935184227285852.jpeg

এম.এ.সামাদঃসিলেট ৩ আসনের সংসদ সদস্য, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি ৭ ফেব্রুয়ারী রবিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক অনুষ্ঠানে কোভিড ১৯ (অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা ভ্যাক্সিন) টিকাদান কার্যক্রম প্রধান অতিথি হিসেবে শুভ উদ্বোধন করেন।

উক্ত কোভিড-১৯ ভ্যাক্সিনেশন কার্যক্রমে দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা নেন ডাঃ রকিবুল হাসান জুয়েল।

উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আবু জাহিদ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ময়নুল আহসান, মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা পিপিএম, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ সাইফুল আলম, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, দক্ষিণ সুরমা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন প্রমুখ ।

কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, করোনার ভ্যাকসিন নিয়ে যারা মিথ্যা অপবাদ ছড়াচ্ছেন তারা জনগণের ভালো চায় না। এখনো বিশ্বের বিভিন্ন দেশ করোনা ভ্যাকসিন আনতে পারেনি, সেখানে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার সময়মতো ভ্যাকসিন আনতে পেরেছেন এবং তা জনগণের কাছে পৌছে দিতে সক্ষম হয়েছেন। ফলে দেশের জনগণ এর সুফল ভোগ করতে পারবে।
তিনি গুজবে কান না দিয়ে টিকা নেয়ার জন্য জনসাধারণের প্রতি আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published.

scroll to top