বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটিত স্থান পাওয়াদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা আলোচনা সভা অনুষ্ঠান গতকাল ৭ ফেব্রুয়ারি রবিবার অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমদাদুর রহমান স্বপন, মাসুক আহমদ সহ জেলা ও মহানগর জাতীয়তাবাদী আদর্শ সৈনিকরা ।
জাতীয়তাবাদী ছাত্রদলের জেলা ও মহানগর শাখার নবগঠিত কমিটির সংবর্ধিতরা হলেন ১/আব্দুল হাফিজ রানা সহ সভাপতি সিলেট মহানগর ছাত্রদল ২/আলী আহসান হাবীব যুগ্ম সম্পাদক সিলেট মহানগর ছাত্রদল ৩/প্রদিপ পাল যুগ্ম সম্পাদক সিলেট মহানগর ছাত্রদল ৪/ইমাম উদ্দিন রুজেল যুগ্ম সম্পাদক সিলেট মহানগর ছাত্রদল ৫/জহিরুল ইসলাম আলাল যুগ্ম সম্পাদক সিলেট মহানগর ছাত্রদল ৬/মহসিন মজুমদার যুগ্ম সম্পাদক সিলেট জেলা ছাত্রদল ৭/সাইদুর রহমান যুগ্ম সম্পাদক সিলেট জেলা ছাত্রদল ৮/ আরিছ আহমদ সহ সাংগঠনিক সম্পাদক সিলেট মহানগর ছাত্র দল ৯/ জুনায়েদ আহমদ রেনু সহ সাংগঠনিক সম্পাদক সিলেট মহানগর ছাত্রদল ১০/ মুমিনুর রহমান সহ সাংগঠনিক সম্পাদক সিলেট জেলা ছাত্রদল ১১/এম,এ,হানিফ সহ সাংগঠনিক সম্পাদক সিলেট মহানগর ছাত্রদল ১২/সোহাগ মিয়া সহ সমবায় বিষয়ক সম্পাদক সিলেট মহানগর ছাত্রদল ১৩/শরিফ আহমদ সহ গণসংযোগ বিষয়ক সম্পাদক সিলেট জেলা ছাত্রদল ১৪/আল আমিন (ইছাকলস) সহ শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক সিলেট জেলা ছাত্রদল ১৫/শাব্বির আহমদ সদস্য সিলেট মহানগর ছাত্রদল ১৬/এবাদুর রহমান সদস্য সিলেট মহানগর ছাত্রদল ১৭/মোঃ নুর আলম সদস্য সিলেট মহানগর ছাত্রদল ১৮/আব্দুর রব সদস্য সিলেট জেলা ছাত্রদল ১৯/কবির আহমদ সদস্য সিলেট জেলা ছাত্রদল ২০/মোঃআল আমিন সদস্য সিলেট জেলা ছাত্রদল ২১/সোজাত মিয়া সদস্য সিলেট জেলা ছাত্রদল ২২/ফরহাদ আহমদ সদস্য জেলা ছাত্রদল।