সিলেট দিগন্ত ডেস্কঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ছাতক উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক, বর্তমান উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির অন্যতম সদস্য শাহীন তালুকদারের পক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ ফেব্রুয়ারী ) সন্ধ্যায় কনকনে শীত উপেক্ষা করে খিদ্রাকাপন নিজ বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জাউয়া বাজার ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও ছাতক উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য আপ্তাব উদ্দিনের সভাপতিত্বে নৌকার মনোনয়ন
প্রত্যাশী জাউয়া বাজার ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী শাহীন তালুকদার বলেন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের সহযোগিতা পেলে এবং দল আমাকে মূল্যায়ন করে নৌকা প্রতীকে মনোনয়ন দিলে জনগণের রায়ে আমি নির্বাচিত হব ইনশাআল্লাহ। আমি নির্বাচিত হলে এ ইউনিয়নের সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, উন্নয়ন ও সমৃদ্ধশালী ইউনিয়ন গড়তে এবং মাদক ও সন্ত্রাসমুক্ত ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো।
শাহিন তালুকদার আরও বলেন ‘’প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে অংশীদার হতে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে দীর্ঘদিনের অবহেলিত জাউয়া বাজার ইউনিয়নকে একটি আধুনিক মডেল ও বৈষম্যহীন ইউনিয়ন রূপান্তরের চেষ্টা চালিয়ে যাবো। প্রতিটি ওয়ার্ড বৈষম্যহীন ন্যায্য অধিকার পাবে। আমাদের মনে রাখতে হবে- আমরা সবাই জাউয়াবাজার ইউনিয়নবাসী। এখানে আমাদের মধ্যে কোনো আঞ্চলিকতা নেই, কোনো ভেদাভেদ নেই। আমি ইউনিয়নবাসীর পাশে থেকে সাধারণ মানুষের কল্যাণে ও সুখেদুঃখে সাথী হয়ে রয়েছি। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দল আমাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিলে, জাউয়াবাজার ইউনিয়নবাসী আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন বলে আমি শতভাগ আশাবাদী।”
জাউয়া বাজার ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা তায়েফ খাঁনের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ছুরাব আলী আহ্বায়ক কমিটির সদস্য ছাতক উপজেলা আওয়ামী লীগ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন দেওয়ান আবুল কালাম মাষ্টার আহ্বায়ক কমিটির সদস্য ছাতক উপজেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামিলীগ নেতা লিলু মিয়া তালুকদার, হাজী ছালামত মিয়া তালুকদার, বিশিষ্ট ব্যবসায়ী জামাল মিয়া তালুকদার,কামাল মিয়া তালুকদার সাবেক সভাপতি খিদ্রাকাপন সরকারি প্রথমিক বিদ্যালয়।
আরও বক্তব্য রাখেন আওয়ামীলীগ নেতা ফয়জুল হক, মাহবুব ই এলাহী সেলিম যুগ্ন সাধারণ সম্পাদক জাউয়া বাজার ইউনিয়আওয়ামীলীগ, সাইফুল আলম সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক
সুনামগঞ্জ জেলা ছাত্র লীগ, হিরক মিয়া তালুকদার
সাবেক ছাত্র লীগ নেতা ও ছাতক উপজেলা যুবলীগ নেতা, জাউয়া বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচিত সদস্য সুয়েব মিয়া তালুকদার, রেজাউল করিম রেজা সাবেক যুগ্ন আহ্বায়ক ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, সিপন মিয়া তালুকদার যুবলীগ নেতা, রেসন আহমেদ, এমরান হোসেন, শামসুল হক, জামিল হক, কয়েস আহমেদ , মাষ্টার আনোয়ার হোসেন যুক্তরাজ্য প্রবাসী বেলায়েত তালুকদার, যুবলীগ নেতা জনি তালুকদার, আতাউল হক সানী এমসি কলেজ ছাত্রলীগ নেতা, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ছাত্রলীগ নেতা তুহিন মাহবুব তালুকদার,জাউয়া বাজার ডিগ্রি কলেজ ছাত্রলীগ নেতা রাব্বী তালুকদার, শিমুল তালুকদার পাভেল তালুকদার, সুমন আহমেদ, গালিব তালুকদার লোকমান,আল-আমিন, রবিউল, রাসেল,সুমন মিয়া, আল-ইমরান, জুনেদ আহমদ, জুনেদ মিয়া,রাকিব আহমেদ, সাকিল,রিমন,সাব্বির ও যুবলীগ নেতা মুসলিম উদদীন, জালু প্রমূখ।
এসময় বক্তারা বলেন, শাহীন তালুকদার আওয়ামীলীগের একজন নিবেদিত সৈনিক। দীর্ঘ দিন ধরে এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে সহযোগীতা করে আসছেন,আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অবহেলিত জাউয়া বাজার ইউনিয়নের উন্নয়নের জন্য, শিক্ষিত ও ক্লিন ইমেজের প্রার্থী শাহীন মিয়া তালুকদারকে প্রয়োজন। স্বচ্ছ ব্যক্তি ইমেজ ও পারিবারিক পরিচিতির কারণে এলাকায় নিজস্ব ভোট ব্যাংক রয়েছে তার। চেয়ারম্যান পদে নৌকা প্রতীক মনোয়ন পেলে চমক দেখাতে পারেন শাহীন মিয়া তালুকদার।